ওয়ারিদ নিয়ে এলো নতুন ইন্টারনেট প্যাকেজ, ৮ দিনের আনলিমিটেড।
1 min read
Mobile
খবরটা কিছুক্ষণ আগেই পেলাম। ওয়ারিদ তার গ্রাহকদের জন্য নতুন ইন্টারনেট প্যাকেজ নিয়ে এসেছে।
১০০ টাকায় আটদিন আনলিমিটেড।
প্রতি সপ্তাহে দুই ছুটির দিন, শুক্রবার এবং শনিবার আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা। মাত্র ১০০ টাকার বিনিময়ে। সাথে ১৫% ভ্যাট। প্রতি মাসে গড়পড়তা আটদিন ব্যবহার করতে পারবেন। ডাটা ট্রান্সফার আনলিমিটেড।
এক্টিভ করতে হলে যে কোন ওয়ারিদ কেয়ার সেন্টারে প্রথম মাসের টাকা জমা দিয়ে এক্টিভ করে নিতে হবে।
তবে একটা রেস্ট্রিকশন আছে, এই অফারটা শুধু মাত্র পোস্টপেইড গ্রাহকদের জন্য।
দেখুন আপনার কোন কাজে লাগে কিনা। :good:
Comments
Leave a Comment
জটিল এক অফার... ওয়ারিদ সারা জীবন অচল !
বস আপনার সাথে একটি কথা বলতে চাই।আমাকে ফেইসবুকে আপনার কি ইমেইল সেটা একটু দিবেন :yahoo: :yahoo: B-) :heart:
ফেসবুকেঃ alaminbabar@gmail.com
জিটক / এমএসএন এঃ alamin@ibabar.com
:good:
hmm....dakhi ...next month e nite pare
দেখুন। প্রিপেইডেও নতুন অফার এসেছে দেখলাম।
ভাই খুব slow speed.
high speed-1.67kbps