কার কার আইপ্যাড লাগবে, নিয়ে যান একটা করে।

1 min read
কৌতুক
কার কার আইপ্যাড লাগবে, নিয়ে যান একটা করে।

এই হলো স্যাম্পল। দেখতে খুবই কিউট। আশা করি পছন্দ হইছে। এবার কার কয়টা লাগবে শুধু বলে ফেলুন। ও, ভাল কথা এটার কিন্তু একটা অসাধারণ বৈশিষ্ট আছে, এটাতো কোন ব্যাটারী লাগবে না। চার্জও দিতে হবে না। চলবে এর নিজস্ব শক্তিতেই। পাওয়া যাবে দুইটা সাইজেই। নিয়ে নিন যার যেটা পছন্দ।

EyePad

Share this post

Comments

Leave a Comment

0/1000
আশিক৭২

যান কইতে হইব না। কইদিন পর নিতাছি।

আশিক৭২

ভাই বুঝলাম না বিষয়টা। বুঝিয়ে বলেন।

B
Babar Al-Amin

না বুঝলে কমু না ;-)