Skip to main content

আমি বাবর

1 min read

শুভ বিকাল।

আমি মোঃ আল-আমিন বাবর

পেশায় বাবার হোটেলের বাসিন্দা মানে ছাত্র।

ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স জিনিসের দিকে অসম্ভব রকম আগ্রহ।

ভাল লাগে কম্পু নিয়ে গুতাগুতি করতে। সাথে থাকে উবুন্টু। আর ইন্টারনেটে ঘোরাঘুরি তো আছেই।

ভাত খাই। তবে প্রিয় খাবার খিচুরি। আর সবসময়ের জন্য প্রিয় খাবার মিষ্টি।

প্রিয় রং যে কি তা এখনো বুঝলাম না। কারণ আমার নিজের জন্য লাল রং জঘন্য লাগলেও মেয়েদেরকে লাল রংয়ে দেখতেই ভাল লাগে।

শরৎচন্দ্রের বই পড়তে ভাল লাগে। মাসুদ রানা সিরিজের একনিষ্ঠ ভক্ত।

প্রিয় ব্যক্তিত্ব বাবা।

অবসর কাটে কম্পুর সাথে গুতাগুতি করে।

ব্যক্তি হিসেবে খুবই অগোছালো এবং এলোমেলো। আর অগোছালো থাকতেই ভালবাসি।

এই ব্লগটি চালু করলাম আমার ভাবনা গুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য।

আশাকরি সবসময়ই আপনাদের আমার পাশেই পাব।

অনেক কথা বললাম। এখনকার মত বিরতি। পরে আরও কথা হবে।

ধৈর্য ধরে পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।