আজকের দিনে ইন্সট্যান্ট মেসেঞ্জার আমাদের অনলাইন জীবনের অন্যতম এক অনুষঙ্গ হয়ে দাড়িয়েছে। বিনাখরচে মুহূর্তে যোগাযোগের জন্য এর সাথে আর কিছুর তুলনা হয়না। আমরা সবাই যোগাযোগের প্রয়োজনে অনেকটা বাধ্য হয়েই একাধিক মেসেঞ্জার আইডি ব্যবহার করি। বাধ্য হয়ে এজন্য বললাম যে দেখা যায় এক বন্ধু জিটক ব্যবহার করে তো সহকর্মী ব্যবহার করে ইয়াহু। তো যদি এমন হতো যে, আপনার সব বন্ধু সহকর্মী সবাইকে মাত্র একটা আইডি দিয়ে বেড়াচ্ছেন। সবাই যার যার পছন্দমত মেসেঞ্জারে আপনাকে এড করছে, আর আপনি  সবার সাথে ধুমছে চ্যাট করতেছেন। কি, মনে হচ্ছে স্বপ্ন দেখছেন! আহা কি সুখ আকাশে বাতাসে! তাহলে বলব স্বপ্ন না দেখে বাস্তবে আসুন। এবার আমি দেখাচ্ছি, আপনি দেখুন কিভাবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিবেন।

ইন্সট্যান্ট মেসেঞ্জার

প্রথমে আমাদের দরকার হবে একটা গুগল একাউন্ট। যা দিয়ে আপনি জিটক এ চ্যাট করতে পারবেন। আমার মনে হয়না, কেউ ইন্টারনেট ব্যবহার করেন আর তার গুগলের একাউন্ট নেই। এটা শুধু মাত্র ধারণা, ভুলও হতে পারে। আপনি যদি আমার সেই ধারণাকে ভুল প্রমাণ করে থাকেন তাহলেও কোন সমস্যা নেই। এই লিংকে যান http://mail.google.com/mail/signup এবং ঝটপট একখানা একাউন্ট খুলে ফেলুন।

গুগল টক

শেষ হয়েছে? জিমেইলের একাউন্ট খোলা যদি শেষ হয়ে থাকে তবে মনে করুন কাজ অর্ধেক শেষ। এবার এই আইডিটাকে MSN মেসেঞ্জারের জন্য সক্রিয় করার পালা। এইজন্য প্রথমে এই লিংকে যান https://accountservices.passport.net এবং নিচের ছবিটা লক্ষ্য করুন।

এমএসএনে কাস্টম আইডি খোলা

এবার মার্ক করা লিংকে ক্লিক করুন। নতুন পেজে ইমেইলের ঘরে আপনার জিমেইল আইডিটি দিন। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করুন।

রেজিস্ট্রেশন শেষ হয়েছে? যাক বাবা বাঁচা গেল। আমাদের কাজও শেষ। এবার জিমেইল আইডিটি দিয়ে এমএসএন মেসেঞ্জারে লগইন করে দেখুন কাজ করছে।

ওহহ, আরেকটা জিনিস বাকি আছে। আইডিটাকে ইয়াহুতে লিংক করা। এই ধাপটা অবশ্য আপনার জন্য না। এটা আপনার বন্ধুর জন্য। আপনার যা করার তা শেষ। তো দেখুন আপনার বন্ধুকে কি কি করতে হবে। অবশ্য আপনিও আপনার ইয়াহু আইডির সাথে এই জিমেইল আইডিটা লিংক করে টেস্ট করতে পারেন। সরাসরি এই লিংকে ক্লিকানঃ http://webmessenger.yahoo.com/ পেজ ওপেন হলে আপনার বা বন্ধুর ইয়াহু আইডি দিয়ে লগইন করুন।

ইয়াহুতে আইডি কনফিগার করা

এবার উপরের ছবির মত Add ড্রপডাউন মেনু থেকে Windows Live Contact বাটনে ক্লিক করুন এবং আপনার জিমেইল আইডিটা এড করে ফেলুন। দেখুন মূহুর্তে আপনি অনলাইনে চলে এসেছেন। চাইলে এই আইডিটা দিয়ে ফেসবুকেও একটি একাউন্ট খুলে ফেলতে পারেন।

পুরাটা পড়ার পরও যদি এখনো আমার কথা  বিশ্বাস না হয় তাহলে আমাকে এড করুন জিটক, এমএসএন বা ইয়াহু থেকে। আমার আইডি alamin(@)ibabar(.)com

তাহলে আর দেরি কেন? উপভোগ করুন মাত্র একটি আইডি দিয়ে সবগুলো বন্ধুর সাথে চ্যাটিং এবং হয়ে যান মাল্টি মেসেঞ্জার এনাবল্ড একটি আইডির গর্বিত মালিক।

ভাল থাকবেন সবাই। ধন্যবাদ।




What's on your mind?


5 Comments

আশিক৭২ commented over 13 years ago

ধনিয়াপাতা! দেখি আমার মত গর্দভের দ্বারা সম্ভব হয় কিনা।

আশিক৭২ commented over 13 years ago

এই কাহিনী তাহলে! ডোমেইন দিয়ে খুলব কিভাবে?

বাবর commented over 13 years ago

কোন ব্যাপার না। নিজের ডোমেইন দিয়ে খুলতে চাইলে আগে গুগল এপসে রেজিস্টার করে নিলেই হবে। ওটা গুগল একাউন্ট হিসেবে গণ্য হবে। তারপর বাকিটুকু দেখলেই হবে।