Skip to main content

জানা অজানা ৫টি গুগল ক্রোম হ্যাকস

5 min read

ইন্টারনেট এক্সপ্লোরার vs. নেটস্কেপ এবং ইন্টারনেট এক্সপ্লোরার vs. ফায়ারফক্স এর মাঝে ব্রাউজার যুদ্ধের পর অবস্থা যখন প্রায় অনেকটাই স্থিতিশীল, ঠিক তখনই পটভূমিতে গুগল ক্রোমের প্রবেশ। ক্রোম পটভূমিতে আবির্ভুত হওয়ার সাথে সাথে যুদ্ধক্ষেত্রে এক নতুন মাত্রার সঞ্চারণ করেছে। নতুন ব্রাউজার, নতুন ডেভেলপমেন্ট, নতুন স্ট্যান্ডার্ড। চারদিকে যেন নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠলো। সাম্প্রতিক সময়ে যখন ফায়ারফক্স ইন্টারনেট এক্সপ্লোরারকে অতিক্রম করে গেলো এবং ইউজার শেয়ারের দিক থেকে ইউরোপের মার্কেটে লীড নিয়ে নিল তখন দেখা গেছে যে এটা ঘটেছে কারণ আইই ইউজাররা ফায়ারফক্স বাদ দিয়ে ক্রোমে সুইচ করতেছে। [উৎসঃ উইকিপিডিয়া]

Google Chrome

ক্রোম দিন দিন শুধু বেড়েই উঠছে এবং অবশ্যই এটার কারণও আছে। এটার স্লীক এবং মিনিম্যালিস্ট ধরণের ব্রাউজার ডিজাইন, যেটা কিনা ইতিমধ্যেই তার অনেকগুলো ফিচার ক্লাউড কম্পিউটিংয়ে স্থানান্তর করে ফেলেছে এবং ইউজারদের অসীম স্বাধীনতা এবং ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। এখন সময় এসেছে গুগল ক্রোমকে আরও একটু ভালোভাবে জানার, নিচের ফিচার হ্যাকসগুলোর সাহায্যে। ;)

ক্রোমকে অটো স্টার্ট করুন Incognito Mode ( সেফ মোড ) এ

গুগল ক্রোমকে Incognito Mode মোড এ অটো স্টার্ট করতে চাইলে আপনাকে আপনার ব্যবহৃত গুগল ক্রোমের লিংক বা আইকনের প্রপার্টিজ এডজাস্ট করে নিতে হবে। এটা হতে পারে ডেস্কটপের কোন শর্টকাট আইকন, কুইক লঞ্চার বারের কোন লঞ্চার কোন বা স্টার্ট মেনুর শর্টকাট আইকন।

  • ক্রোম আইকন বা শর্টকাটের উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান। বার Shortcut ট্যাবে যান এবং এখানে দেখুন Target নামে একটা ঘর আছে। এখানে ডিফল্টভাবে যে লিংকটা থাকে সেটা দেখতে অনেকটা এইরকমঃ C:UsersTinaAppDataLocalGoogleChromeApplicationchrome.exe

ক্রোমকে অটো স্টার্ট করুন Incognito Mode

  • এটা পরিবর্তন করে এরকম করে দিনঃ “C:UsersTinaAppDataLocalGoogleChromeApplicationchrome.exe” -incognito

  • সেভ করার জন্য Ok বাটন চাপুন। এবার আপনার এডিট করা শর্টকাট বা আইকনে ক্লিক করুন। ফলাফল স্বরুপ এটা নিচের ইমেজের মত গুগল ক্রোমের একটা নতুন উইন্ডো ওপেন করার কথা। তবে আপনি যে শর্টকাট বা আইকনগুলো এডিট করেননি সেগুলোর উপর কোন প্রভাব পড়বে না। অর্থ্যাৎ সেগুলো আগের মতই কাজ করবে।

ChromeHacks05

এডোব রিডার দিয়ে পিডিএফ ডকুমেন্ট ব্রাউজ করুন

আপনি যদি গুগল ক্রোমের বিল্টইন পিডিএফ রিডার দিয়ে সন্তুষ্ট না হয়ে থাকেন তবে খুব সহজেই পিডিএফ ফাইল দেখার জন্য আপনার ডিফল্ট পিডিএফ রিডার যেমন এডোব রিডার ইউজ করতে পারেন। আপনি খুব সহজেই ক্রোম পিডিএফ রিডার প্লাগইন এবং ভয়লাটা ডিজএবল করে দিতে পারেন, তাহলেই আপনার ডিফল্ট রিডার আবার আগের মত আপনার পিডিএফগুলা হ্যান্ডেল করবে।

গুগল ক্রোমের ইউআরএল / সার্চ বারে ( omnibox নামেও পরিচিত ) টাইপ করুন about:plugins এবং এন্টার চাপুন। এবার Chrome PDF Viewer প্লাগইনটা খুজে বের করুন এবং Disable লিংকে ক্লিক করুন। তার আগে এটা নিশ্চিত হয়ে নিন যে আপনার পিসিতে এডোব রিডার বা ফক্সইট রিডারের মত কোন পিডিএফ রিডার ইন্সটল এবং এনাবল করা আছে যেটা আপনার পিডিএফগুলা হ্যান্ডেল করবে।

গরম গরম পরীক্ষামূলক ফিচারগুলো উপভোগ করুন

গুগল জিমেইলের জন্য যেমন ল্যাবস ফিচারটা চালু করেছে যাতে পরীক্ষামূলক ফিচারগুলো সহজেই টেস্ট করা যায় এবং উপভোগ করা যায়, তেমনি তারা গুগল ক্রোমকেও কিছু পরীক্ষামূলক ফিচার সহ শিপ করেছে। আপনি গুলো খুব সহজেই এনাবল করে নিতে পারবেন যদি আপেনার জানা থাকে যে এগুলো কোথায় লুকোনো আছে।

Experiments লিস্টটা দেখার জন্য Omnibox এ লিখুন about:flags এবং এন্টার বাটন চাপুন। একেবারে উপরের দিকে আপনি একটা সতর্কবাণী দেখতে পারেন এরকমঃ “experimental features may change, break, or disappear at any time.” তাই বলে এটার মানে এই না যে এই ফিচারগুলো কোন কাজের না।

পরীক্ষামূলক ফিচারগুলোর মাঝে আমার নিজস্ব কিছু রিকমেন্ডেশন আছে। যেমন আপনার যদি বড় এবং ওয়াইড স্ক্রীণ মনিটর থাকে তবে অবশ্যই Side Tabs ফিচারটা এনাবল করে নিবেন। Print Preview ফিচারটাও এনাবল করবেন। সাথে Web Page Pre-rendering ফিচারটাও চালু করে নিতে পারেন যদি আপনি আরও একটু দ্রুতার সাতে ব্রাউজ করতে চান।

Enable Chrome experimental feature

এক্সটেনশনগুলো আরও একটু দ্রুত সক্রিয় এবং নিষ্ক্রিয় করুন

গুগল ক্রোমে ব্রাউজার এক্সটেনশনগুলো Spanner icon (customize) > Tools > Extensions মেনু থেকে একসেস করা যায়। এই ট্যাব থেকে আপনি এক্সটেনশনগুলো সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারেন বা ক্রোম ওয়েব স্টোর ওপেন করে নতুন এক্সটেনশন খুজে নিতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এজন্য কোন শর্টকাট নেই, যদি না এক্সটেনশন ট্যাবটা সব সময়ের জন্য ওপেন করে রাখা হয়।

Chrome Extentions

আপনার যদি প্রায়শই এক্সটেনশনগুলো এনাবল এবং ডিজেবল করতে হয়, হয়তো বা সেটা আপনি যে ওয়েব সাইট ভিজিট করছেন তার সাথে কনফ্লিক্ট করছে বা অন্য কোন কারণে তাহলে আপনি নিশ্চিতভাবেই কুইন এনাবল এবং কুইক ডিজেবল এই এক্সটেনশন সেটটার প্রেমে পড়তে যাচ্ছেন। কুইক এনাবল এবং কুইক ডিজেবল এক্সটেনশনদুইটা ক্রোমের মাল্টিফাংশনাল ইউআরএল / সার্চ বার তথা অমনিবক্সে এনাবল / ডিজেবল ফাংশনালিটি যোগ করে।

আপনার যা করতে হবে তা হচ্ছে অমনিবক্সে enable / disable সহ প্রয়োজনীয় এক্সটেনশনটার নাম বা কীওয়ার্ড টাইপ করুন। enable / disable টাইপ করার পর আপনি স্পেসবার চাপার সাথে সাথে কুইক এনাবল বা কুইক ডিজেবল লোগোটা অমনিবক্সে দেখা দেবে। এরপর এক্সটেনশনের নামের প্রথম অক্ষরটা লেখার সাথে সাথে এর সাথে ম্যাচ করা সবগুলো এক্সটেনশনের একটা লিস্ট নিচে শো করবে। তাই আপনাকে আর এক্সটেনশনের পুরো নামটা আর বানান করে লিখতে হবে না।

Quick Enable or Disable Chrome Extentions

ডাউনলোডঃ
Quick Disable
Quick Enable

প্রিন্টার ব্যবহার করুন এবার যে কোন জায়গা থেকে, গুগল ক্লাউড প্রিন্টার দিয়ে

এর আগে শুধুমাত্র বেটা ভার্সনে থাকলেও গুগল ক্লাউড প্রিন্ট এখন গুগল ক্রোমের অফিশিয়াল ফিচার। এটা আপনাকে অনলাইনের মাধ্যমে আপনার প্রিন্টারকে একসেস এবং শেয়ার করার সুযোগ দেয়। এটা দিয়ে আপনি এমনকি রাস্তা থেকেও প্রিন্ট করতে পারবেন।

স্প্যানার আইকন থেকে Option এ যান এবং Under the hood ট্যাবে সুইচ করুন। একেবারে নিচের দিকে দেখুন Sign in to Google Cloud Print নামে একটা বাটন আছে। ওটায় ক্লিক করুন। গুগল একাউন্ট দিয়ে আপনাকে লগইন করতে হবে। লগইন হলে কিছুক্ষণের মাঝেই আপনাকে কনফার্মেশন জানাবে। এখন আপনি একটা টেস্ট পেজ প্রিন্ট করে দেখতে

পারেন আর নাহয় প্রিন্টার ম্যানেজমেন্টের জন্য Ok বাটন চাপুন।

Google Cloud Print Settings

গুগল ক্লাউড সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখুনঃ জিমেইল দিয়ে কিভাবে মোবাইল এবং গুগল ক্লাউড প্রিন্ট দিয়ে প্রিন্ট করবেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ সবাইকে।