উবুন্টু ১০.১০ ম্যাভেরিক কুইক রিভিউ

2 min read
Ubuntu
উবুন্টু ১০.১০ ম্যাভেরিক কুইক রিভিউ

অবশেষে ইন্সটল করলাম উবুন্টুর নতুন আপডেট ম্যাভেরিক মীর্ক্যাট। একেবারে পাংখা পাংখা লাগতেছে।

কিছুক্ষণ ব্যবহার করলাম। সেখান থেকেই টাইপ করছি। একটা কুইক রিভিউ দেয়ার চেষ্টা করলাম।

নতুন আপডেটে কয়েকটি মেজর পরিবর্তন করা হয়েছে।

প্রথমেই যে পরিবর্তন টা এসেছে তা হল ইন্সটলেশন মেনুতে। নতুন ইন্সটলেশন মেনুতে ইন্সটলেশন ড্রাইভটা আগে সিলেক্ট করতে হয়। এর ফলে ইন্সটলেশন টাইমটা কমে গেছে একেবারে অবিশ্বাস্য রকমভাবে। আমার ইন্সটল করতে লেগেছে মাত্র ৭ মিনিট ১৬ সেকেন্ড! :yahoo: :yahoo: হ্যা, ভুল পড়েননি, সত্যিই এটা *৭ মিনিট ১৬ সেকেন্ড**। এছাড়াও সিডি লোড হওয়ার সময়টাও আগের চেয়ে অর্ধেক হয়ে গেছে। এছাড়াও আরও কয়েকটা পরিবর্তন করা হয়েছে, যেমনঃ কারেন্ট আপডেট সহ ইন্সটল করা হবে কিনা এরকম কয়েকটা অপশন রাখা হয়েছে।

সবচেয়ে কিউট যে জিনিসটা এসেছে তা হল উবুন্টু ফন্ট। অসাধারণ জিনিস। একেবারে পুরাই পাংখা। :good:

সফটওয়্যার সেন্টারের উন্নয়ন করা হয়েছে। এখন এখানে ডাউনলোড সাইজ দেখা যায়। দুটো নতুন মেনু যোগ করা হয়েছে। একটা What's New অন্যটা, History.

সাউন্ড মেনুতে নতুন লুক দেয়া হয়েছে। এখন এখান থেকেই মিউজিক প্লেয়ার কন্ট্রোল করা যাবে। B-)

উবুন্টু ওয়ান মেনুও ঘষামাজা করা হয়েছে। এখন হোম ফোল্ডারের সবগুলো ফোল্ডার খুবসহজেই সিংক করা যাবে।<

ব্লুটুথ মেনুতেও আপডেট এসেছে। এখন আরও সহজে ব্লটুথ সেট দিয়ে নেট কানেক্ট করা যাচ্ছে।

নতুন কয়েকটা থীম ও ওয়ালপেপার এসেছে ডিফল্টভাবে। :rose:

এফস্পটের বদলে এসেছে শুটওয়েল। এটা বোধহয় সবাই আগেথেকেই জানেন।

এইতো অল্প কিছুক্ষণ ব্যবহার করার পর এগুলোই চোখে পড়ল। পরে আরও আপডেট দেবো। :mail:

ডাউনলোড করুন এখান থেকে।

সাথে একটা স্ক্রীণসট বোনাস (এই মুহুর্তে নিলাম)

Ubuntu Maverick Impression Screenshot

(ফুলসাইজ দেখতে ইমেজের উপরে ক্লিকান।)

সব ভালই ছিল। কিন্তু আমার একটা বিশাল লস হয়ে গেছে, আমার আগের ফায়ারফক্স সিংকের ইউজারনেম ভুলে গেছি। :cry:

Share this post

Comments

Leave a Comment

0/1000
S
Shahed

I Need Ubuntu 10.10 bangla tutorial :mail: :mail:

তানভীর

উবুন্টু ১১.০৪ এর ওপর সম্পূর্ণ রিভিউ চাই....

স্বাধীন

আরে আমি তো সিটিসেলের স্লো কানেকশন (১৬ কিলোবাইট পার সেকেন্ড) দিয়া ম্যাভেরিক মীর্ক্যাট ১২ ঘন্টাতে ডাউনলোড করে ফেললাম ৭০০ মেগাবাইট।
৭০০ মেগাবাইটের জন্য হয়ত প্রায় আমার ২০০ টাকা খরচ হয়ে গেছে । কিন্তু টাকার হিসাব করলে আমি জিনিসটা হয়ত এত তাড়াতাড়ি পেতাম না। কম্পিউটার ...সায়েন্সে পড়ি, তাই চুরি করা পাইরেটেড এক্সপি ইউজ করতে লজ্জা লাগে।

B
Babar Al-Amin

আপনাকে অভিনন্দন ও স্বাগতম মুক্ত জগতে। :good:

R
Ratan

I need উবুন্টু ১০.১০ ম্যাভেরিক