মূল পোস্টটি কিছুক্ষণ আগে টেকটিউন এ পেয়েছিলাম। পেয়েছিলাম বললাম এজন্য যে টেটি কর্তৃপক্ষ এরকম একটা গুরুত্বপূর্ণ পোস্টও পেন্ডিং করে দিয়েছে। সাথে আবারও তাদের সেচ্ছাচারিতার পরিচয় দিয়েছে। আমার ব্রাউজারের ট্যাবে লোড করা ছিল, সেখান থেকেই কপি মারলাম। মূল লেখকঃ asheque, উনার কোন সাইটের লিংক পেলাম না। তবে উনার টেকটিউনসের প্রোফাইল লিংকঃ http://techtunes.com.bd/tuner/asheque পোস্টটি হারিয়ে যেতে পারে এজন্য লেখকের অনুমতি ছাড়াই কপি করলাম। আশাকরি লেখক কিছু মনে করবেন না। সময় পেলে একসময় অনুমতি চেয়ে নেব। এখন আপাতত পোস্টটি পড়ুন।

বিভিন্ন সময়ে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের কথা শোনা যায় যেখানে সামান্য বিনিয়োগ করে অধিক পরিমানে লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখানো হয়। আসলে কিছু দিন পরে দেখা যায় হায় হায় কোম্পানী। আর ক্ষতিগ্রস্থ হয় আম জনতা। এই আমার পরিচিত এক ছোটভাই আছে যে ভিসারেভ নামে এক অনলাইন প্রতিষ্ঠানে লাখ টাকা বিনিয়োগ করে এখন হাপিতেষ করে বেড়াচ্ছে।

যাহোক কয়েকদিন আগে ক্লাব এষ্টেরিয়া নামে একটি আমেরিকান অনলাইন প্রতিষ্ঠানের খোঁজ পেলাম এবং সদস্য হবার আমন্ত্রণ ও পেলাম। এই ব্লগের কয়েকজন ইতিমধ্যে সেখানে নাকি যোগও দিয়েছেন। বরাবরই এমন অফার এড়িয়ে চলি। কিন্তু হঠাৎ কৌতুহল বশত এবার এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু খোঁজ নিতে ইচ্ছে হলো।

ক্লাব এষ্টেরিয়া হলো একটি আমেরিকান কোম্পানী যার প্রতিষ্ঠাতা এন্ড্রিও লুকাস নামে এক মহিলা যিনি ইতিপূর্বে ওয়ার্ল্ড ব্যাংক এ পরিচালক হিসাবে কিছুদিন কর্মরত ছিলেন (তাদের প্রকাশিত তথ্য মতে যদিও এর সপক্ষ্যে কোন প্রমান পাইনি)। তিনি এটা প্রতিষ্ঠা করেছেন এবং বিশ্ব ব্যাংক থেকে ৪০ বছরের লাইসেন্স ও নিয়েছেন (যার কোন প্রমনি পাইনি)। এখানকার সিস্টেম হচ্ছে ১০/২০/২৭০/১০২০ ডলার এর বিভিন্ন অফার আছে যা দিয়ে সদস্য হতে হয় (তাদের ভাষায় এষ্টেরিও)। বিনিময়ে তারা প্রতি সমপ্তাহে ১০% লভ্যাংশ দিবে। যার ৮% পুনরায় বিনিয়োগ বাধ্যতামুলক এবং ২% নগদায়ন করা সম্ভব (এলার্টপে/পেপল এর মাধ্যমে)। এখন পর্যন্ত নাকি সব সদস্যদের এভাবেই লভ্যাংশ প্রদান করা হচ্ছে। প্রতি সপ্তাহে বিনিয়োগ (এষ্টেরিও) বাড়বে লভ্যাংশ ও বাড়বে এবং নির্দিষ্ট সময় (প্যাকেজ ভেদে বিভিন্ন সময়) সাধারণত ১৮ মাস পর থেকে প্রতি সপ্তাহে প্রতি সদস্য ৪০০ ডলার করে আজীবন লভ্যাংশ পাবে। তবে তারা আবার একটা অপশন রেখেছে যে, যেহেতু অনেক মুসলিমদেশে তাদের কার্যক্রম আছে তাই নির্দিষ্ট লভ্যাংশ দিলে তা সুদ হয়ে যায়। এজন্য প্রতি সপ্তাহে যে লাভ হবে তা সদস্যদের মাঝে ভাগ করে দেয়া হবে। সেক্ষেত্রে লাভ কম বেশি হতে পারে। অর্থাৎ যেখানে ১০% লাভ দেওয়ার কথা সেখানে তারা ০.০১% লাভ দিলেও সদস্যদের কিছু বলার নাই।

যাহোক তাই গতকাল বিনিয়োগ ছাড়া তাদের ওয়েব সাইট এ গিয়ে রেজিষ্ট্রার করলাম। কি ব্যপার তাই বোঝার জন্য। ক্লাব এষ্টেরিয়ার এশিয়া অঞ্চল নিয়ন্ত্রীত হয় হংকং অফিসের মাধ্যেমে। তাই রেজিষ্ট্রেশন করার পর ফিরতি মেইলে হংকং অফিস থেকে রেজিষ্ট্রেশন কনফারম করা হলো।

ইমেইল ট্রেসার দিয়ে ট্রেস করে দেখি মেইলটির আই.পি আমেরিকার সান এন্টেরিওর যা টেক্সাস অঙ্গরাজ্যে। কিন্তু আমার প্রশ্ন অফিস যদি হংকং হয় তাহলে আই.পি ও হংকং এ হওয়ার কথা। আসলে কি হংকং থেকে মেইল করে আমেরিকার আই.পি ব্যবহার করা সম্ভব?

মনের মধ্যে সন্দেহ দেখা দেয়ায় ফোন করি তাদের দেওয়া অফিসের ঠিকানায় যা Club Asteria, Asteria Corporation 1934 Old Gallows Road Suite 350, Vienna, VA 22182 Tel: 1-703-226-8097 এখানে অবস্থিত। অটো আনসারিং ম্যাশিন এ বলল সবাই ব্যস্ত তাই ম্যাসেজ রাখতে তারা পরে কল ব্যাক করবে। এটা বাংলাদেশ সময় বিকাল ৩ টার কথা যখন তাদের সময় সকাল ১১ টার কথা কিন্তু এখন পর্যন্ত কোন কল ব্যাক পাইনি। পরে দেখি তাদের অফিসের ঠিকানা আর চিঠি পাঠানোর ঠিকানা আলাদা যেটা Club Asteria, Asteria Corporation 44050 Ashburn Shopping Plaza Suite 609,  Ashburn, VA 20147 Tel:  1-866-874-4747 অবস্থিত। ওখানেও ফোন দিয়ে একই অবস্থা। পরি গুগল ম্যাপ এ দেখি অফিসের ঠিকানা আর চিঠি পাঠানোর ঠিকানা প্রায় ১.৫ ঘন্টার পথ। এটার কোন অর্থ আমি খুঁজে পাইনি।

এই তথ্যগুলো দেখার পর আমি সত্যিই সন্দিহান যারা ইতিমধ্যেই এরসাথে জড়িত হয়েছে তাদের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে। যদি উক্ত ব্যপারে কারো কোন অভিমত বা মতানৈক্য থাকে প্লিজ প্রমান সহ মন্তব্য করুন। তাতে আপনার কিছু সময় নষ্ট হলেও অন্তত কিছু লোক উপকৃত/সম্ভাব্য ক্ষতির হোত থেকে রক্ষা পাবে।

ক্লাব এস্টেরিয়ার কোন সদস্য থাকলে প্লিজ নেগেটিভলি না নিয়ে তথ্যগুলো যাচাই করুন এবং আপনাদের অভিমত দেন।

পোষ্টটি বড় হয়ে যাওয়ার জন্য আর ধৈর্য্য ধারণ করে পড়ার জন্য ধন্যবাদ।




What's on your mind?


22 Comments

আলসে দুপুর commented over 13 years ago

হুমম.. বাবর ভাই, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটা পোষ্ট সংরক্ষন এবং শেয়ার করার জন্য। আমিও ভাবসিলাম এইসব ধান্দাবাজী ব্যবসা নিয়ে একটা পোষ্ট দেই, কিন্তু আপনি তার আগেই একটা দিয়া দিলেন :)

সবারই উচিত টাকা ইনভেস্ট করার আগে যাচাই করে নেয়া।

"ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না :P "

Shaikat77 commented over 13 years ago

পাগল সব... হা হা হা...

bluebd commented over 13 years ago

না জেনে ধরা খাবেননা। আগে ভাল করে জেনে নিন তার পর ক্লাব এস্টিরিয়া তে কাজ করূন। আমার মনে হয় এই সাইট ভূয়া।

জিয়া চৌধুরী commented over 13 years ago

গুরুত্বপূর্ন একটি বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ।

খোকন commented over 13 years ago

ইমেইল ট্রেসার দিয়ে ট্রেস করে দেখি মেইলটির আই.পি আমেরিকার সান এন্টেরিওর যা টেক্সাস অঙ্গরাজ্যে। ভাই আমি পেশায় একজন ওয়েব ডেভেলপার, খুব বেশি জানি না কিন্তু ভাবখানা এমন সবজান্তা শমসের। কিন্তু লেখক ইমেল ট্রেস নিয়া যা লিখছেন তা সম্পর্কে বলছি, আপনি গুগল এ গিয়ে  ইমেল ট্রেস লিখে সার্চ দিয়েন যেসব সাইট পাবেন, সেখানে নিজের মেইল টা ট্রেস করে দেইখেন কোথায় দেখায়, তারপর নিজেই বুঝতে পারবেন উনি কত বড় ভূল উপস্থাপন করছে।   নোট: তবে আমি এটা মানি যে, যেকোন ভার্চুয়াল লেনদেন এ গাফলা হতে পারে যদি তার পেমেন্ট মেথব নিজস্ব হয় যেমন: Visa-rav, Unipay2u, Speakasia. কিন্তু ক্লাব এস্টারিয়ার পেমেন্ট মেথড থার্ড পার্টির মাধ্যমে যেমন: এলার্টপে, তুয়াহ, ক্যাশএক্স ইত্যাদি। তবে এইসব সাইট এ ইনভেস্ট করার আগে যাচাই করা উচিত।  

আশিক৭২ commented over 13 years ago

বাবর ভাই, আপনার মতো রিস্ক আমিও নিব কয়েকদিনের মাঝে। তবে এত বেশি ডলার এ না। এটাও দেখতে পারেন http://somewhereinblog.net/blog/Saifurrahman/29359586 .

বাবর commented over 13 years ago

হাইপ সাইটে ইনভেস্ট করার আগে এই পোস্টটা একটু দেখে নিবেন প্লীজ। লিংকঃ http://forum.projanmo.com/topic24760.html কারণ আমি মনে করি হাইপ সাইটের প্রফিটটা সরাসরি সুদের আওতায় পড়ে। :-(

M H BULBUL commented over 13 years ago

মুল পোষ্ট এখানে http://www.somewhereinblog.net/blog/banglaasheque/29355157

বাবর commented over 13 years ago

ধন্যবাদ মূল লিংকের জন্য।

রাব্বি হোসেন commented over 13 years ago

রংমহল ফোরামে একবার এইটা পোস্ট দেইখা মেজাজ চরম খারাপ হইছিল৷ সবাই খালি এইসব মলম বিজনেসের পিছে দৌড়ায় কেন???? :wacko:

আমার টাইপে িকছু সমস্যা আছে ক্ষমার সুন্দর দৃষ্টিেত েদখবেন।

বাবর ভাই অনলাইনে সত্যিকার কোন নেই? সকল সাইট ই কি ভূয়া? ভাই আমি এতটুকু বুঝি যে যাহাদের নিয়ক তাকে আত্মসাৎ করা তাহার তাহারা বৈধতার সত্তেও তাহারা আত্মসাৎ করবেই, আর যাহারা ভাল তাহাদের থাকার স্হান না থাকলেও তাসহার পেমেন্ট আদায় করবে। আচ্ছা বলুর তো আমাদের দেশের নেতারা কি অবৈধ? তাহারা মাসুম হওয়া সত্তেও অসহায় জনগনের সম্পদ আত্মসাৎ........ বলবনা, পৃথিবীতে ভালোর তোলনায় খারাপের সংখ্যা ৯৭% বেশী, তবে আমাদের কে ভাল মানুষ খুজে বাহির করতে হবে। সৎ পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ.... "মুসলমানদের কে ডান হস্তে কোরআন, আর বা হস্তে বিজ্ঞান লইতে হইবে" কবী সিরাজী

বাবর commented over 13 years ago

আমিও বলিনি সবাই ভূয়া। তবে এই সাইটটা আমার নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ একটাই, উপরের প্রস্তাবটা যাদেরই দিয়েছি তারাই কোন না কোন অজুহাত দেখিয়ে আমাকে রিফিউজ করেছে নাহয় স্কিপ করার চেষ্টা করেছে।

sumel commented over 13 years ago

আমি রাজি আছি তবে আমার কিছু শর্ত আছে । আমাকে গুগলটক এ এড করেন sumel786@gmail.com

বাবর commented over 13 years ago

ওকে এড করলাম। আইডিঃ alamin এট আমার ডোমেইন। দেখাযাক আপনার শর্তগুলা কি কি।

sumel commented over 13 years ago

আপনি ইমেইল ট্রেস করে বলেছেন তাদের আইপি আমেরিকান তা হওয়ার কারন হলো নিজস্ব হোস্টিং থেকে মেইল করলে সারভার এর আইপি থেকে যায়। আপনাকে একটা মেইল দিয়েছি ট্রেস করেন আর নিজে নিজে বুঝে নেন।

বাবর commented over 13 years ago

মূল পোস্টটি আমার নয়, আমি জাস্ট টেকটিউনস থেকে পোস্টটি কপি করে রেখে দিয়েছিলাম। আর কাহিনী শুধু আইপি নিয়ে নয়। আরও আছে। তারমধ্যে অন্যতম হচ্ছে ফিজিকাল এড্রেস। যাই হোক আমার একটা বদঅভ্যাস আছে। অহেতুক রিস্ক নেয়া। অনেকবার নিয়েছি, ধরাও খেয়েছি। সেজন্য এখানেও আমি একটা রিস্ক নিতে আগ্রহী। এজন্য আমার একটা প্রস্তাব আছে আপনার জন্য। ভাই আমি ইনভেস্ট করতে চাই এবং সেটা আপনার রেফারে। তবে আমার একটা শর্ত আছে। :-) আমি যে পরিমাণ ইনভেস্ট করব তার অর্ধেক আপনি আমাকে ধার দিবেন। যেমন আমি যদি একমাসে ১০০ ডলার ইনভেস্ট করি তাহলে এর মাঝে আপনি আমাকে দিবেন ৫০ ডলার বাকি ৫০ ডলার আমি আমার পকেট থেকে দিব। তবে এই টাকা একবারে দিতে হবে না। দিবেন ধার হিসেবে। তারপর আমার মান্থলি ইনকাম যখন ১০০ ডলারের উপরে যাবে তখন আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব। (আমার নিজের টাকা উঠে না আসা পর্যন্ত আমি কাউকে রেফার করতে পারবো না।) এই শর্তে যদি রাজি থাকেন তবে আমার সাথে যোগাযোগ করেন। :mail: আর যদি মনে করে থাকেন, "আমিতো ২০ ডলার ধরা খেয়েছিই, আরও কিছু পাবলিককে ধরা খাওয়াই, তাতে আমার টাকাটা উঠে আসবে।" এটা যদি আপনার মনের কতা হয় তাহলে বলব ধান্দবাজি বাদ দেন। :negative: এখন আপনি নিজেই দেখেন, আপনি কোন পথে হাটবেন। :bye: যারাই আমার কানের কাছে এসে ক্লাব এস্টেরিয়া নিয়ে চিল্লাপাল্লা করেছে তাদের সবাইকেই এই প্রস্তাবটা দিয়েছিলাম। তারপরই সবাই চুপ মেরে গেছে। :yahoo: এবার আপনার পালা। ;-) ধন্যবাদ, ভালো থাকবেন।

সালেহ আহমদ commented over 13 years ago

ধন্যবাদ, পোস্টটি সংরক্ষণ করার জন্য। আর টিটিতে সমালোচনামূলক পোস্টের কোন মূল্য নাই। সেখানে ক্লিক মারুন আর টাকা আয় করুন টাইপের পোস্টের অনেক দাম আছে। কারণ সেটা ফ্রীল্যান্সিং এবং তার জন্য তারা একটা বিভাগ ও খুলে দিয়েছে তারা।

LuckyFM commented over 13 years ago

আমার মনে হয় আপনি ঠিক এই পোষ্টটাই টিটিতে দেন পোষ্টটা করে পারলে লিঙ্কটা আমাকে ফেইসবুকে ম্যাসেজ দিয়ে দিয়েন আর যেহেতু এই বেপারে প্রশ্ন উঠেছে তাই আমার মনে হয় অনেক্রই জানা উচিত তাহলে এক সময় হয়তো আসল সত্য বেরিয়ে আসবে

বাবর commented over 13 years ago

আমি টেকটিউনসে কোন পোস্ট দিতে পারবো না। কারণ অনেক আগেই আমাকে ব্যান করা হইছে। :yahoo:

Shaikat77 commented over 13 years ago

ভাই, আপনাকে ব্যান করছে কেন?

আশিফ শাহো commented over 13 years ago

টাকা মনেহয় গাছে ধরে, এমনে এমনে ওরা টাকা দিবে কোন কারন ছাড়াই। আজ্যাইরা সব কারবার, আবার দেখি ধর্মীয় অনুভূতির কথাও বলেছে, মুসলমানদের সরলতার সুযোগও নিতে চায়। একটু কষ্ট করে কিছু কাজ শিখলে কত কাজ পাওয়া যায় তা না সবাই বইসা বইসা সব পাইতে চায়।