১ বছর আগে এই দিনে জীবনে প্রথমবারের মত প্লেনে উঠে ২ ঘন্টায় ১৫০০ কিলো পাড়ি দিয়ে শুরু করেছিলাম জীবনের নতুন অধ্যায়! এরপর গত একবছরে সম্পূর্ণ ভিন্ন ধর্মী দুইটা কালচার, আবহাওয়া এক্সপেরিয়েন্স করার সুযোগ হয়েছে। সাথে অসম্ভব ট্যালেন্ডেড কিছু লোকজনের সাথে কাজ করার সুযোগও হয়েছে!
পেওনীয়ারের মত কোম্পানীর মাধ্যমে যেসব ট্রানজেকশন হচ্ছে, অনেকেই সেটার বিপরীতে সরাসরি কোন ইন্সেন্টিভ পাচ্ছেন না! আজকে আমি একটা ঘুরো পথ দেখাবো যেটার মাধ্যমে আপনি প্রবাসী না হয়েও ইন্সেনটিভ সব টাকা দেশে আনতে পারবেন পেওনীয়ার থেকে।