আপনারা যারা ইন্টারনেট স্পীডের কারণে লিনাক্সের স্বাদ নিতে পারছেন না, তাদের জন্য আমার এই আয়োজন।

আমি কিছু ডিস্ট্রো ডাউনলোড করেছিলাম। সেগুলোর লিস্ট নিচে দিলাম।

দেখুন আপনার কোনটা প্রযোজন।

ডিভিডি সংগ্রহঃ

সিডি সংগ্রহঃ আপনার যে আইএসও টা প্রয়োজন তা সংগ্রহ করতে আমাকে মেইল করুন।

আর এর মধ্যে যদি আপনার প্রয়োজনীয় আইএসওটি না থাকে তবে আমাকে জানালে আমি ডাউনলোড করে দেবার চেষ্টা করব।

বিনিময়ঃ

প্রতিটি সিডির বিনিময় মূল্য ২০ টাকা।

প্রতিটি ডিভিডির বিনিময় মূল্য ৩০ টাকা।

এছাড়া যদি কুরিয়ারে পাঠাতে হয় তবে কুরিয়ার চার্জ আপনি বহন করবেন।

তবে আপনি যদি আইএসওটি পেনড্রাইভ বা অন্যকোন ভাবে সফট কপি নিতে চান তাহলে কোন বিনিময় মূল্য প্রযোজ্য হবে না।

যোগাযোগঃ

জিটকেঃ alamin(@)ibabar.com

ইয়াহুঃ alaminbabar

আপনি এখান থেকে ফর্ম পূরণ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।




What's on your mind?


70 Comments

Shuvo Biswas commented over 13 years ago

ভাই আপনাকে আপনার এই উদ্যোগ এর জন্য আনেক আনেক ধন্যবাদ । বড়ভাই আমির একটি ubuntu dvd চাই । আমার ঠিকানাঃ-শুভ বিশ্বাস উপজেলাঃ-কেশবপুর জেলাঃ-যশোর। মোবাইলঃ-০১৭২৯৮৩৩১৫২

শিবলী commented over 13 years ago

ভায়া, যদি সম্ভব হয়  কোথায় আসলে আপনার কাছ থেকে এটা ইনস্টল করে নিতে পারব?

বাবর commented over 13 years ago

ফার্মগেট, সাতরাস্তা, বা বসুন্ধরা শপিংমল এর যে কোন জায়গায় বা আশেপাশে হলেই হবে। B-)

শিবলী commented over 13 years ago

ধন্যবাদ , হয়ে গেছে

অন্যন্য রায়হান commented over 13 years ago

আমি নতুন ! আমার dvd দরকার। লিনাক্স মিন্ট সম্পকে ভালভাবে জানতে চাই। তবে আমি এখন win 7 ব্যবহার করি। লিনাক্স মিন্ট ব্যবহার করব ভাবছি। আমাকে বিস্তারিত কেও কি জানাবেন। আমি মিরপুর ১ এ থাকি। আমার কাছাকাছি কেও থাকলে প্লিজ কল দিবেন। আমি নিজে দেখা করব। আমাকে plz help করুন আমি আপনাদের জগতে পা দিতে চাই!!!!!!! plz plz plz.. HI: 01722068419......

বাবর commented over 13 years ago

আপনি ফার্মগেট আসলে আমি সহজেই আপনাকে সিডি দিতে পারবো। যদি ল্যাপটপ হয় তবে ইন্সটলেশনেও সাহায্য করতে পারবো। :-)

সাইদ commented over 13 years ago

বাবর ভাই আপনি ডেবিয়ান স্কুইজের সিডি দিতে পারবেন?

বাবর commented over 13 years ago

দেয়া যাবে। ৩২ বিট আর ৬৪ বিট হবে। গ্নোম, কেডিই, এক্সএফসিই যে কোনটা। :D

সাইদ commented over 13 years ago

মুলত ডেবিয়ানের জন্য কেডিই বা গ্নোম কোনটা ভালো বলে আপনার মনে হয়?

আরেকটি অজ্ঞতাঃ http://www.debian.org/CD/ এখানে কোনো যায়গায় তো কেডিই বা গ্নোমের নাম দেখলাম না। :cry:

সাইদ commented over 13 years ago

ওহ বুঝেছি :yahoo: ।

ডেবিয়ান স্কুইজ ৩২বিট গ্নোম । লিনাক্স কার্‌ণেল।

উত্তর দিলে মেইলে ঠিকানা দিব। টাকা কিভাবে দিব? ভালো হয় আপনি মেইল করলে। habibsayed29 এট জিমেইল.কম

বাবর commented over 13 years ago

আমি আসলে কখনোই ডেবিয়ান চালাই নাই। ইচ্ছাও হয় নাই। চালিয়েছি, তবে সার্ভারে। ডেইলি ইউজের জন্য কখনো ডেবিয়ান চালানোর কথা চিন্তাও করিনি। ডেইলি ইউজের জন্য আমারকাছে উবুন্টুই ভালো মনে হয়। তবে সার্ভারে ডবিয়ান বস জিনিস। :yahoo:

রিমন commented over 13 years ago

ভাই আমার linux লেটেস্ট ভার্সন দরকার কিন্তু আমি নিজে এসে নিয়ে যেতে চাই।আপনাদের ঠিকানাটা কি বলবেন। ধন্যবাদ

Lilliam Heth commented over 13 years ago

I like the theme you are using on your blog…

হামিদ সুমন commented over 13 years ago

আমি XP ueser, আমি লিনাক্স ব্যাবহার করতে চাই ? লিনাক্স কি ভাবে সেটাপ দিতে হয় আমার জানা নাই । সিডি আমাকে পাঠালে ভাল হয়। আমি নতুন আমার জন্য কপ্ন ভারসন ভাল সেটা দিবেন। বিল মোবাইলে দিতে রাজি আছি । ০১৯১৬৫৩৪৭২৩

সুফি commented almost 14 years ago

ভাই আপ্নার সাথে কথা আছে তাড়াতাড়ি চ্যাটে আসেন আর নাইলে আপ্নার ফোন নাম্বার দেন। :wacko:

বাবর commented almost 14 years ago

আমি এখন অনলাইনে। প্রয়োজন হলে চ্যাটে নক করতে পারো।

সুফি commented almost 14 years ago

আমারে দুইটা ছাগল দেন সাথে তিনটা পেঙ্গুইন । :cry:

saiful commented almost 14 years ago

facebook a link post korlam

বাবর commented almost 14 years ago

থ্যাংকু। :rose:

রাসেল আহমেদ commented almost 14 years ago

বাবর ভাই, আপনাকে ধন্যবাদ জানাই আপনার প্রসংসনীয় উদ্যোগের জন্য।

আমি বেশ কয়েকজনকে বলেছিলাম লিনাক্সের সিডি পাঠাতে। কিন্তু পাই নাই। এইবার আপনার স্মরণাপন্ন হলাম। আমাকে লিনাক্স মিন্ট এবং উবুন্টু এর সর্বশেষ সংস্করণের সিডি পাঠাবেন প্লিজ।

আমার ঠিকানা: রাসেল আহমেদ উপজেলা কমিউনিটি ই-সেন্টার ভেড়ামারা উপজেলা ভেড়ামারা, কুষ্টিয়া। মোবাইল: ০১৭২১৫৬১৯১৭

খরচ মোবাইলে দিতে আগ্রহী।

রাসেল নামের আমার এক কাকু আছে ভাই।তিনি আমাকে পুরোটায় চিনেন,এবং শাসন করেন,তবুও এতো উগ্র ভাবে না ভাইয়া,আপনার মতো!আপনার কথায় (আপনার মত থার্ডক্লাস লোকেদের জন্যই লিনাক্স এর প্রচরণা থেমে গেছে) আমি কষ্ট পায়নি হয়তো,তবে নিজের প্রতি নিজেই বিরক্ত।আমার আত্ম্ববিশ্বাস ছিলো,আমি কথায় কাওকে কক্ষনো আঘাত করিনা।গঠনমুলক ব্রিফিং।লিনাক্স কতোটা ভালবাসেন জানিনা আমি,তবুও বলে রাখি,আমাকে মনে রেখেন,অন্তত আমার symbolic UN "mhmmrm",বা,numeric emble"3+7=10".বুঝছেন কিছু?

রাসেল আহমেদ commented almost 14 years ago

যেটাই হোক। আপনার মন্তব্যটি অতিমাত্রায় শিশু সুলভ হয়ে গেছিলো।

একজন ছাত্র তার গাটের টাকা খরচ করে কখনোই কুরিয়ার করবে না। আর এখানে তিনি তার শত ব্যস্ততার মাঝেও সিডি বিতরণ করে যাচ্ছেন আর আপনি একটি ফালতু মন্তব্য করলেন।

সেজন্যই মাথা গরম হয়ে গেছিলো।

আর আমরা বাঙ্গালিরা ভালোকে ভালো বলতে খুব একটা আগ্রহ দেখাই না।

দক্ষিণের মাহবুব commented almost 14 years ago

কি দিয়ে কি লিখলেন? রাসেল এর কথা কি ছিল, আর আপনি উত্তরে কি লিখলেন? যাই হোক নিজের একটা খারাপ অভিজ্ঞতার কথাও বলি। পটুয়াখালীতে থাকার সময় আমি কয়েকজনকে সিডি/ডিভিডি পাঠিয়েছিলাম। ২-৩ জনের কাছ থেকে আমি কোন টাকা পাইনি। বরিশালের এক প্রফেসরকে ডেবিয়ান আর সেন্টওস এর ডিভিডি পাঠিয়েছিলাম। আমার ৮০ টাকা খরচ হয়েছিল। ডিভিডি পাওয়ার পর তিনি একবার যোগাযোগ করেছিলেন, কিন্তু পরে আর যোগাযোগ করেননি এমনকি টাকাও পাঠাননি। আমার বিষয়টাতে এতটাই ফালতু লেগেছিল যে আমি পরে আর ফোন করিনি উনাকে টাকার জন্য। তবে একমাস পরে একবার ইচ্ছে হয়েছিল ফোন করে জিজ্ঞেস করি যে তার ডেবিয়ান এবং সেন্টওস কাজ করছে কিনা। কিন্তু পরে আর আমার কাছেই ভাল লাগেনি। এরপর থেকে কেউ চাইলে তাকে আগে টাকা পাঠাতে বলি পরে আমি কুরিয়ার করি।

Sajib Ahamed, Electronics Engineering, AUST commented almost 14 years ago

Babar Vai,apni j post ti koray san ta khub i sundor hoisay abong onek kajer,market ghuray o ai Software CD gula pauwa jaina,amer ai sob gula Software dorker,Ami apner satay contact kortay chi.amer mail id dilam, ent_sajib@yahoo.com.amakay mail korban please,abong apner address o contact number diban. Amakay mail kortay vulbanna jano.

Shaikat77 commented almost 14 years ago

আমার দরকার... সবগুলার লেটেস্ট ভার্সন... :yahoo:

Leo Plabon commented almost 14 years ago

আচ্ছা, আপনি কি সবাইকে এসব মেইলে পাঠান ?

বাবর commented almost 14 years ago

কুরিয়ার করে পাঠাই।

ভাই,লিনাক্স ব্যাবহার করেন এজন্য ধন্যবাদ,কিন্তু সিডি ইমেজ এর বিনিময়ে আপনি টাকা চাইলেন,বিশ্বাস করেন,মনে মনে অনেক কষ্ট পাইছি,এ জাতীয় ছোট মানুষিকতা ত্যাগ করবেন প্লিজ। আপনার সমস্যা থাকলে জানাইয়েন,ইমেইল গুলা আমারে ফরওয়ার্ড করে দিবেন,আমি তাদের কে বিনামুল্যে নিজ উদ্যোগে ইমেজ ফাইল পাঠাই দিবো।

বাবর commented almost 14 years ago

ভাইয়া, আপনি বোধহয় এই লাইনটা পড়েননি। তবে আপনি যদি আইএসওটি পেনড্রাইভ বা অন্যকোন ভাবে সফট কপি নিতে চান তাহলে কোন বিনিময় মূল্য প্রযোজ্য হবে না। আমি ইমেজের জন্য কোন টাকা চাচ্ছি না। সে অধিকার আমার নেইও। আমি শুধু টাকা চাচ্ছি হার্ডওয়্যারের দামের। একজন ছাত্রের পক্ষে কতটুকু করা সম্ভব সেটা নিশ্চয়ই একবার ভেবে দেখবেন। ধন্যবাদ।

রাসেল আহমেদ commented almost 14 years ago

আপনার মত থার্ডক্লাস লোকেদের জন্যই লিনাক্স এর প্রচরণা থেমে গেছে।

রাসেল আহমেদ commented almost 14 years ago

মাজেদুর রহমান মাসুম কে বলেছি। :yes:

শিবলী commented about 14 years ago

আপনার ইমেল চেক করুন তো ভাইয়া। :bye:

rajibnill commented about 14 years ago

আমার MAC OSX 10.6 লাগবে! আমার Intel Processor Dual core 2.6 GHz 3GB RAM Asus P5KPL-AM Motherboard. শুনেছি! Hakintosh নামের একটা version আছে... আমি কি এটা পেতে পারি....? :bye:

বাবর commented about 14 years ago

ভাইয়া, আমার কাছে যা আছে তার একটা লিস্ট কিন্তু উপরে দিয়ে দিয়েছি।

Ratan commented about 14 years ago

আমার লাগবে উবুন্টু ১০.১০

Rakib Hasan commented about 14 years ago

আমার লাগবে উবুন্টু ১০.১০ ও লিনাক্স মিন্ট ৯ ।

Internet Casino commented about 14 years ago

I always inspired by you, your thoughts and attitude, again, appreciate for this nice post.

  • Norman
সেলিম commented about 14 years ago

আমার উইন্ডোজ লাইভ সিডি লাগবে, এবং উবুন্ডু ১০.৪ সিডি লাগবে কিভাবে পাবো। আর সেটা কিভাবে পে করবো। মো- ০১৭১২৮১৪৬৩৬

মাহামুদুল হাসান commented about 14 years ago

আমি অনেক দিন যাবৎ ubuntu-10.04-desktop-amd64.iso ব্যবহার করছি। লিনাক্স ব্যবহার করে এত মজা পাচ্ছি যে বলতে গেলে আমি একরকম লিনাক্সের প্রেমে পরে গেছি। এখন আমি linuxmint-9-gnome-dvd-i386.iso ব্যবহার করতে চাই। আমার এক কপি linuxmint-9-gnome-dvd-i386.iso প্রয়োজন। সাহায্য করলে খুশি হব।

Jeeshan commented about 14 years ago

Amar LinuxMINT 9 i386 dvd lagbe. Ami ubuntu 9.04 try koreci, kintu oita intel dg41rq er shate match kore na. Ami Comilla thaki. Apnake email koreci. Thank u

kcmondal404 commented about 14 years ago

আমার দরকার কিন্তু পাবো কি ভাবে?

Firoj alam commented about 14 years ago

Vaijan amar lagbe adrees diben pls.sorry write banglish bicouse mobile

বাবর commented about 14 years ago

আপনি আমাকে alamin@ibabar.com এই ঠিকানায় মেইল করুন।

রবিউল ইসলাম commented over 14 years ago

আমার লাগবে দেওয়া যাবে কী ? 01672139165

বাবর commented over 14 years ago

ভাইয়া মেইল চেক করবেন প্লীজ।

saiful commented almost 14 years ago

i can give it to u if you come to jatrabari

Fahim commented over 13 years ago

vaia ami jatrabari thaki. amar lagbe amar cell number 01925951868. ektu kindly opukar koiren plzzzzzzzzz