Skip to main content

কয়েকটি প্রয়োজনীয় ফায়ারফক্স এডঅন (প্রথম পর্ব)

2 min read

ফায়ারফক্স একটি জনপ্রিয় ওপেনসোর্স ওয়েব ব্রাউজার। এর নিরাপত্তা অতুলনীয়। আর অন্যান্য বৈশিষ্ট্য তো আছেই।

Firefox Logo

কিন্তু এর জনপ্রিয়তার সবচেযে বড় যে কারণ তা হচ্ছে এর অসংখ্য এডঅন। যেকোন কাজের জন্য এর অসংখ্য এডঅন রয়েছে।

আমি ফায়ারফক্সের বিভিন্ন এডঅন গুলো নিয়ে একটা ধারাবাহিক পোস্ট করব। যার বিভিন্ন পর্বে থাকবে বিভিন্ন কাজের জন্য ফায়ারফক্সের এডঅনগুলোর বিবরণ।

আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ ডাউনলোড। আজকে এর উপরই কয়েকটা এডঅনের বিবরণ আপনাদের সামনে তুলে ধরব।

ডাউনদেমঅল (DownThemAll)

প্রথমেই আছে শক্তিশালী ডাউনলোড ম্যানেজার DownThemAll বা সংক্ষেপে DTA

DownThemAll

আমাদের ব্যবহৃত বেশিরভাগ ফ্রী ডাউনলোড ম্যানেজার গুলো এক্লেয়ারেশন সাপোর্ট করে না। কিন্তু ডাউনদেমঅল এক্ষেত্রে স্পেশালিস্ট ডাউনলোড ম্যানেজার সাথে ফুল এক্লেয়ারেশন সাপোর্ট। পজ রিজিউমের সুবিধা তো আছেই। সাথে মাল্টি ডাউনলোড, অন পেজ ফাইল ক্যাপচারিং সুবিধা, লিস্ট ডাউনলোড সুবিধা সহ আরও অন্যান্য। সাইজে ছোট। মাত্র কয়েকশ কিলোবাইট। অন্যান্য ডাউনলোডারের মত মেগায় মেগায় জায়গা বা সিস্টেম নষ্ট করে না। আর সবচেয়ে বড় কথা এটা একেবারে ফ্রী। যেকোন প্রিমিয়াম ডাউনলোডারের সাথে পাল্লা দেয়ার ক্ষমতা রাখে।

নেট ভিডিও হান্টার (NetVideoHunter)

এরপর আছে ওয়েবপেজ থেকে মিডিয়া ফাইল ক্যাপচারিংয়ের জন্য নেট ভিডিও হান্টার (NetVideoHunter)।

নেট ভিডও হান্টার

ওয়েবপেজ থেকে যে কোন মিডিয়া ফাইল ক্যাপচার করতে অনন্য। এটা  ভিডিও অডিও যে কোন মিডিয়া ফাইল ক্যাপচার করতে পারে। সাথে প্লে এবং ডাউনলোড অপশন থাকে। চাইলে এর নিজস্ব এইচডি প্লেয়ারে ফাইলটি চালিয়ে করে দেখে নেয়া যায়। এটা বিশেষ করে ইউটিউব এর মত ভিডিও শেয়ারিং সাইট থেকে ভিডিও নামাতে ভাল কাজে দেয়।

ভিডিও ডাউনলোড হেল্পার (Video Download Helper)

ভিডিও ফাইল ডাউনলোড করার আরেকটা চমৎকার এডঅন হচ্ছে ভিডিও ডাউনলোড হেল্পার (Video Download Helper).

Video Download Helper

এটাও অনপেজ ভিডিও ক্যাপচারিংয়ে চমৎকার কাজ করে। এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা দিয়ে ইচ্ছে মত ফরম্যাটে ফাইল কনভার্ট ডাউনলোড করা যায়। আপনি আপনার প্রয়োজন মত ফরম্যাটে ফাইল ডাউনলোড করতে পারবেন।

ফ্ল্যাশগট (FlashGot)

এবার ডাউনলোডের জন্য খুবই কাজের একটা এডঅনের কথা বলব। সেটা হচ্ছে ফ্ল্যাশগট (FlashGot).

Flashgot

এটা পিসিতে ইন্সটল থাকা সবগুলো ডাউনলোডারকে ব্রাউজারের সাথে ইন্টিগ্রেট করে দেয়। এটার সাহায্যে ডাউনলোড প্রম্পটেই ঠিক করে দেয়া যায় ফাইলটি কোন ডাউনলোডার দিয়ে ডাউনলোড করা হবে। এটার ব্যবহার আপনাকে ডাউনলোডে এক অন্যরকম স্বাদ এনে দেবে।