সুযে ১১.৪ কি আমার জন্য না!?
খুব আগ্রহ নিয়ে ওপেন সুসের নতুন ভার্সন ১১.৪ এর জন্য অপেক্ষা করছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম এটা দিয়েই সুযের কেডিইতে মুভ করবো। আর পাশে উবুন্টু গ্নোমটা রাখবো। কিন্তু তা আর হলো না।
রাতে সাড়ে ১০ টার দিকে বসেছি। হোম ফোল্ডারে থাকা ডাউনলোড শেষ হওয়া ফাইলটা রাইট ক্লিক করে ডিভিডি বার্ণ করলাম।
অনেকআগে বার্ণ করা ম্যাভেরিকের ডিভিডিটা ঢুকিয়েছি পার্টিশন ঠিক করব বলে। ৩-৪ বার ট্রাই করলাম, ওয়েলকাম উইন্ডোতে গিয়ে আটকে যাচ্ছে। ডেস্কটপে আর যাচ্ছে না। মেজাজ খারাপ হওয়া শুরু হল। সিডিকে ধামকি দিলাম, লাস্ট ট্রাই কাজ হলে হবি নাহলে মিন্ট ট্রাই করব। এবার কারেন্ট বিশ্রামে গেল। আবার এক ঘন্টা পর। উবুন্টুর সিডি ড্রাইভেই ছিল। এবার দেখি কিছুটা ভয় পেয়েছে। চুপচাপ ডেস্কটপে ঢুকে গেল এবং খুবই ফাস্ট রেসপন্স করতে শুরু করল। পার্টিশনের কাজ শেষ করতে আর সময় লাগলো না। সাথে পিসিতে থাকা দুটো সিস্টেমই মুছে দিলাম।
এবার ইন্সটলেশন। সুসের ডিভিডিটা ঢুকিয়ে ইন্সটল করে ফেললাম। ইন্সটল করার পর আমার চক্ষু চড়ক গাছের চেয়েও বড় কিছু হয়ে গেছে। আমার গরম গরম রাইট করা ডিভিডিটা ১১.৪ না, ১১.৩ । আমার ২৫ টাকা জলে গেল। এর মাঝে আরও স্পেশালিটি হচ্ছে এটা শুধু হোম বাদে অন্য কোন ফোল্ডার বা ড্রাইভ একসেস করতে পারছে না। কি করি কি করি। আবার লাইভ সিডি ঢুকালাম। ১১.৪ এর ফাইলটা কপি করে এটার ডেস্কটপে এনে রাখলাম। এবার হার্ডডিস্ক থেকে বুট করে আবার নতুন করে রাইট করলাম।
এবার দ্বিতীয় ইন্সটলেশন। শুরু করলাম। সব ওকে। কিন্তু ডিস্ক বাছাই এর অপশনে গিয়ে বারে বারে এরর। তার নাকি একটা fat পার্টিশন চাইই চাই, /boot/efi হিসেবে। আবার লাইভ সিডি, আবার পার্টিশন করার পর আবার সুসের ডিভিডি ঢুকালাম। এবার ইন্সটলেশন শুরু হল। ইন্সটলেশনের শেষ দিকে আবার ঝামেলা। বুটলোডারের ফাইল ক্রিয়েট করতে পারতেছে না। ডিফল্টভাবে সম্ভবত ELILO ছিল বুট লোডার হিসেবে। ওটা গুতিয়ে পরিবর্তন করে গ্রাব দিলাম। ইন্সটলেশন শেষ হলো। কিন্তু একি! রিস্টার্ট দেয়ার সময় হ্যাংড!! ৫-৭ মিনিট পর ফোর্স রিস্টার্ট দিলাম।
আবার নতুন করে ইন্সটলেশন শুরু করলাম। এবার ইন্সটল শুরু হওয়ার আগে লাস্ট ওভারভিউ দেখানোর সময়ই বুটলোডার পরিবর্তন করে গ্রাব দিয়ে দিলাম। এবার ভালভাবেই শেষ হল ইন্সটল, কিন্তু শেষ হইয়াও হইল না শেষ। আবারও হ্যাং। এবার রিস্টার্ট দেয়ার আগে ডিস্কটা বের করে নিলাম। রিস্টার্ট হওয়ার পর দেখি সিস্টেম কনফিগার হচ্ছে। শেষ হওয়ার পর ডেস্কটপ আসলো। এতক্ষণ মাথা ঘুরলেও অবস্থা দেখে এবার বমি আসতে চাইল। এত্ত বাজে অবস্থা রেজুলেশনের। সেটিংসে দেখি মাপ ঠিকই আছে। তাও এই অবস্থা। আধাঘন্টা গুতাগুতি করলাম। কোন ফল হলো না। রাত মোটামুটি ৩ টা সোয়া তিনটা বাজে। এতক্ষণ পরে মনে হল আমি সুযে নিয়ে ফেড আপ।
কি আর করা। এবার উবুন্টুর সিডি ঢুকিয়ে ঝটপট ইন্সটল দিয়ে ফেললাম। k3b নামিয়ে মিন্টের কেডিইটা বার্ণ করে ফেললাম। ওপেন অফিস রিমুভ করে দিলাম। আপডেট সাইজ নেমে এল ৬৯ মেগায়। ফুল সিস্টেম আপডেট দিলাম। পিসি মোটামুটি কনফিগার করে ফেললাম। আবার পিসি রিস্টার্ট। এবং মিন্টের কেডিইটাও ইন্সটল করে ফেললাম।
এখন মিন্ট থেকেই লিখছি।