Skip to main content

একটি ডাউনলোডার কথনঃ আজীবন রিজিউম দরকার হলে দেখতে পারেন।

3 min read

আমরা বাংলাদেশে বাস করি। আমাদের দেশের ৯০% মানুষ মহান জিপির নেট ইউজ করেন। যার অন্যতম বৈশিষ্ট হচ্ছে কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট খাওয়া। স্পীডের ব্যাপারে আর কিছু নাই বললাম, কারণ যারা ব্যবহার করেন তারা এ জিনিসটা খুব ভালভাবেই জানেন। ও, আরেকটা জিনিস আছে সেটা হলো আমাদের বিদ্যুত ব্যবস্থা। এটার সাথে লুকোচুরি খেলতে খেলতে আমি আর নাই অবস্থা।

এই যখন অবস্থা, তারপরও তো আমাদের ডাউনলোড করতেই হবে। হোক সেটা প্রয়োজনে বা অপ্রয়োজনে।তো এখন মনে করুন ১০ মেগার একটা ফাইল ডাউনলোড দিলেন, ৫ মেগা কমপ্লিট, এইসময় ডিসকানেক্ট খাইলেন। আবার সেই এক মেগা থেকে শুরু করলেন, এবার ৩ মেগা হইল তারপর আমাদের বিদ্যুত মহাশয়ের প্রথম ভেলকিখানা অবলোকন করলেন। তাহলে কি হল অবস্থা? আমার কিন্তু ছোটবেলায় করা সেই বানরের অংকটা মনে পড়ে যাচ্ছে। এবার নিশ্চয়ই আপনারা আমাকে দাবড়ানি দেয়ার জন্য রেডি হইতাছেন আর মনে মনে বলতেছেন, IDM(Internet Download Manager) আছে কি করতে?

হ্যা, আমরা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি। IDM তার মধ্যে ১ নম্বর। এবং আমার স্বীকার করতে এতটুকু দ্বিধা নেই যে এটা পজ এবং রিজিউম খুব ভালভাবে হ্যান্ডেল করতে পারে। এখন আপনারা বলতেই পারেন যে, তাহলে এত প্যাচালের কি দরকার আছে?

ঠিক আছে এই প্রশ্নটার উত্তর একটু পরে দিচ্ছি। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আশা করি সৎ ভাবে উত্তর দিবেন। আচ্ছা, IDM কি সব সাইট থেকে রিজিউম করতে পারে? একটু চিন্তা করে উত্তর দিন। উত্তর যদি হ্যা হয় তবে এখানে আপনার আর কোন দরকার আছে বলে মনে হয় না। আর উত্তরটা যদি না হয় তাহলে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি নিচের লেখাটুকু পড়ার জন্য।

তাহলে কি সিদ্ধান্ত হলো? আমাদের এমন একটা ডাউনলোডার দরকার যেটা যে কোন সাইট থেকে রিজিউম করতে পারে। এমন কি রেপিডশেয়ারের মত সাইটগুলো থেকেও। এরকমই একটা ডাউনলোড ম্যানেজার হলো aria2. মাল্টি প্রটোকল ফিচারে ঠাসা একটা ডাউনলোডার। আসুন এক নজরে দেখে নেই আমাদের প্রধান দুটো প্রয়োজন মেটাতে এটা কি কি দিচ্চে আমাদেরকে।

১. স্পীডঃ এটা ব্যান্ডউইথের সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারে। ফলে আপনি আপনার সর্বোচ্চ স্পীডে ডাউনলোড করতে পারবেন।
২. রিজিউমঃ আমার দেখা সর্বোচ্চ রিজিউম ক্যাপাবিলিটি সহ ডাউনলোড ম্যানেজার হচ্ছে aria2. এটা দিয়ে ডাউনলোডার সাপোর্ট করে এমন যে কোন সাইট থেকে আপনি রিজিউম করতে পারবেন। রেপিডশেয়ারের মত সাইটগুলো থেকেও। এমন কি আপনি যদি অর্ধেক ডাউনলোড করার পর আপনার অপারেটিং সিস্টেম নতুন করে ইন্সটল দিয়ে থাকেন, তারপরও এটা দিয়ে আপনি ঐ ফাইলটা রিজিউম করতে পারবেন।
এবার কয়েকটা বোনাস ফিচারঃ
৩. মাল্টি মিররঃ এটা দিয়ে আপনি একইসাথে একটি ফাইলের জন্য একাধিক লিংক সেট করে দিতে পারবেন। ফলে কোন সার্ভার ডাউন হয়ে গেলেও এটা পরের লিংক থেকে ডাউনলোড করা শুরু করবে।
৪. মাল্টি প্রটোকলঃ এটা সব ধরণের প্রটোকল সাপোর্ট করে। HTTP, HTTPS, FTP, Torrent, Metalink, Meta4, Zsync সহ সব ধরণের প্রটোকল সাপোর্ট করে। এক কথায় বলা যায় অল ইন ওয়ান।

এখন যাদের এটা প্রয়োজন তারা নিচে দেখানো পদ্ধতিতে ডাউনলোড করে নিন।
লিনাক্সঃ যারা এখনো গ্রাফিকালি ইন্সটল করতে পারেন নি তারা নিচের কমান্ড ব্যবহার করুন।

sudo apt-get install aria2

ম্যাক এবং উইন্ডোজঃ নিচের লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।
http://sourceforge.net/projects/aria2/files/stable/aria2-1.10.6/

aria2 এর ব্যবহার বিধি দেখুন এখানেঃ aria2 ডেইলি ম্যানুয়াল