aria2 (ডাউনলোডার) ডেইলি ম্যানুয়াল
এখানে কোন ভুমিকা করব না, যারা ভূমিকা দেখতে চান তারা এখানে ক্লিক করুন।
যারা aria2 সম্পর্কে কিছু জানেননা তারা এই পোস্টটি দেখুনঃ একটি ডাউনলোডার কথনঃ আজীবন রিজিউম দরকার হলে দেখতে পারেন।
ম্যানুয়ালঃ কমান্ডলাইন
সাধারণ ডাউনলোডঃ মনে করুন আপনার ডাউনলোড লিংক হল http://www.example.com/filename.zip তাহলে আপনার কমান্ড হবে,
aria2c -c http://www.example.com/filename.zip
এফটিপিঃ এফটিপি প্রটোকল থেকে ডাউনলোড করুন এভাবেঃ
aria2c -c ftp://www.server.com/filename.zip
মাল্টি মিররঃ মনে করুন আপনার কাছে filename.zip ফাইলের একাধিক সার্ভারের লিংক আছে। তাহলে মাল্টি মিরর এনাবল করতে লিংকগুলোর মাঝে একটা করে স্পেস দিন।যেমনঃ
aria2c -c http://www.server.com/filename.zip http://www.server2.com/filename.zip ftp://www.server3.com/filename.zip
টরেন্টঃ টরেন্টের জন্য নিচের কমান্ড দিন।
aria2c -c http://www.server2.com/filename.torrent
লিস্ট ডাউনলোডঃ আপনি যদি অনেকগুলো ফাইল একসাথে ডাউনলোড দিয়ে ঘুমাতে যেতে চান তারও ব্যবস্থা আছে। এজন্য প্রথমে একটা টেক্সট ফাইল খুলুন। মনে করি নাম দিলেন link. এবার এই ফাইলটা ওপেন করুন। তারপর নিচের মত করে এটার ভিতরে লিংকগুলো লিখুন এবং সেভ করুন।
aria2c -c http://www.server.com/filename1.zip
aria2c -c http://www.server.com/filename2.zip
aria2c -c http://www.server.com/filename3.zip
aria2c -c http://www.server.com/filename4.zip
aria2c -c http://www.server.com/filename5.zip
aria2c -c http://www.server2.com/filename.torrent
এভাবে যতগুলো ফাইল ডাউনলোড করবেন সেগুলোর লিংক এখানে দিন। একটা কথা, এখানেও আপনি মাল্টি মিররিং ব্যবহার করতে পারবেন। এবার ফাইলটা সেভ করুন। এবং টার্মিনালে রান করুনঃ
sh link
তাহলেই আস্তে আস্তে সবগুলো ফাইল ডাউনলোড হয়ে যাবে।
ম্যানুয়ালঃ গ্রাফিকাল
নিচের লিংক থেকে ফায়ারফক্স এডঅন ফ্ল্যাশগট ইন্সটল করুন।
এবার ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন যেকোন একটা ফাইল ডাউনলোড করুন। ডাউনলোড প্রম্পট আসলে FlashGot সিলেক্ট করুন। এখন ড্রপডাউন মেনু থেকে aria2 সিলেক্ট করুন। এরপর ডাউনলোড ডিরেক্টরী দেখিয়ে দিন। তারপর অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে।
ম্যানুয়ালঃ পজ এবং রিজিউম
পজ করতে Ctrl+C চেপে ধরুন। ইমার্জেন্সী পজ করতে Ctrl+C দুইবার চাপুন।
রিজিউম করতে যেবাবে ডাউনলোড শুরু করেছিলেন ঠিক একইভাবে আবার শুরু করুন।
এবার ছোট্ট একটা টিপস(শুধু মাত্র লিনাক্সের জন্য)। যারা এক ক্লিকে ডাউনলোড স্টার্ট করতে চাচ্ছেন তারা নিচের পদ্ধতি অনুসরণ করুন।
প্রথমে যে ডিরেক্টরীতে ফাইল ডাউনলোড করবেন সেখানে একটা টেক্সট ফাইল খুলুন। মনে করি আপনি Download ডিরেক্টরীতে ফাইল ডাউনলোড করবেন। টেক্সট ফাইলটা সেভ করুনlink নামে। এবার এই ফাইলটা ওপেন করুন। তারপর নিচের মত করে এটার ভিতরে লিংকগুলো লিখুন এবং সেভ করুন।
aria2c -c http://www.server.com/filename1.zip
aria2c -c http://www.server.com/filename2.zip
aria2c -c http://www.server.com/filename3.zip
aria2c -c http://www.server.com/filename4.zip
aria2c -c http://www.server.com/filename5.zip
aria2c -c http://www.server2.com/filename.torrent
এভাবে যতগুলো ফাইল ডাউনলোড করবেন সেগুলোর লিংক এখানে দিন। একটা কথা, এখানেও আপনি মাল্টি মিররিং ব্যবহার করতে পারবেন। এবার ফাইলটা সেভ করুন।
এবার ডেস্কটপে আসুন। এখানে আরেকটা টেক্সট ফাইল খুলুন Downloading নামে। এবার এই ফাইলটায় নিচের লেখাগুলো কপিপেস্ট করুন।
#!/bin/sh
cd ~/Download
sh link
এবার ফাইলটা সেভ করুন। এখন ফাইলটার প্রোপার্টিজে যান এবং পারমিশন থেকে ফাইলটা এক্সিকিউটেবল করে দিন। এবার ডাবল ক্লিক করে ফাইলটা টার্মিনালে ওপেন করুন। দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে।
হ্যাপি ডাউনলোডিং।