এখানে কোন ভুমিকা করব না, যারা ভূমিকা দেখতে চান তারা এখানে ক্লিক করুন। যারা aria2 সম্পর্কে কিছু জানেননা তারা এই পোস্টটি দেখুনঃ একটি ডাউনলোডার কথনঃ আজীবন রিজিউম দরকার হলে দেখতে পারেন

ম্যানুয়ালঃ কমান্ডলাইন সাধারণ ডাউনলোডঃ মনে করুন আপনার ডাউনলোড লিংক হল http://www.example.com/filename.zip তাহলে আপনার কমান্ড হবে,

aria2c -c http://www.example.com/filename.zip

এফটিপিঃ এফটিপি প্রটোকল থেকে ডাউনলোড করুন এভাবেঃ

aria2c -c ftp://www.server.com/filename.zip

মাল্টি মিররঃ মনে করুন আপনার কাছে filename.zip ফাইলের একাধিক সার্ভারের লিংক আছে। তাহলে মাল্টি মিরর এনাবল করতে লিংকগুলোর মাঝে একটা করে স্পেস দিন।যেমনঃ

aria2c -c http://www.server.com/filename.zip http://www.server2.com/filename.zip ftp://www.server3.com/filename.zip

টরেন্টঃ টরেন্টের জন্য নিচের কমান্ড দিন।

aria2c -c http://www.server2.com/filename.torrent

লিস্ট ডাউনলোডঃ আপনি যদি অনেকগুলো ফাইল একসাথে ডাউনলোড দিয়ে ঘুমাতে যেতে চান তারও ব্যবস্থা আছে। এজন্য প্রথমে একটা টেক্সট ফাইল খুলুন। মনে করি নাম দিলেন link. এবার এই ফাইলটা ওপেন করুন। তারপর নিচের মত করে এটার ভিতরে লিংকগুলো লিখুন এবং সেভ করুন।

aria2c -c http://www.server.com/filename1.zip aria2c -c http://www.server.com/filename2.zip aria2c -c http://www.server.com/filename3.zip aria2c -c http://www.server.com/filename4.zip aria2c -c http://www.server.com/filename5.zip aria2c -c http://www.server2.com/filename.torrent

এভাবে যতগুলো ফাইল ডাউনলোড করবেন সেগুলোর লিংক এখানে দিন। একটা কথা, এখানেও আপনি মাল্টি মিররিং ব্যবহার করতে পারবেন। এবার ফাইলটা সেভ করুন। এবং টার্মিনালে রান করুনঃ

sh link

তাহলেই আস্তে আস্তে সবগুলো ফাইল ডাউনলোড হয়ে যাবে।

ম্যানুয়ালঃ গ্রাফিকাল

নিচের লিংক থেকে ফায়ারফক্স এডঅন ফ্ল্যাশগট ইন্সটল করুন।

ডাউনলোড

এবার ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন যেকোন একটা ফাইল ডাউনলোড করুন। ডাউনলোড প্রম্পট আসলে FlashGot সিলেক্ট করুন। এখন ড্রপডাউন মেনু থেকে aria2 সিলেক্ট করুন। এরপর ডাউনলোড ডিরেক্টরী দেখিয়ে দিন। তারপর অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে।

ম্যানুয়ালঃ পজ এবং রিজিউম পজ করতে Ctrl+C চেপে ধরুন। ইমার্জেন্সী পজ করতে Ctrl+C দুইবার চাপুন। রিজিউম করতে যেবাবে ডাউনলোড শুরু করেছিলেন ঠিক একইভাবে আবার শুরু করুন।

এবার ছোট্ট একটা টিপস(শুধু মাত্র লিনাক্সের জন্য)। যারা এক ক্লিকে ডাউনলোড স্টার্ট করতে চাচ্ছেন তারা নিচের পদ্ধতি অনুসরণ করুন। প্রথমে যে ডিরেক্টরীতে ফাইল ডাউনলোড করবেন সেখানে একটা টেক্সট ফাইল খুলুন। মনে করি আপনি Download ডিরেক্টরীতে ফাইল ডাউনলোড করবেন। টেক্সট ফাইলটা সেভ করুনlink নামে। এবার এই ফাইলটা ওপেন করুন। তারপর নিচের মত করে এটার ভিতরে লিংকগুলো লিখুন এবং সেভ করুন।

aria2c -c http://www.server.com/filename1.zip aria2c -c http://www.server.com/filename2.zip aria2c -c http://www.server.com/filename3.zip aria2c -c http://www.server.com/filename4.zip aria2c -c http://www.server.com/filename5.zip aria2c -c http://www.server2.com/filename.torrent

এভাবে যতগুলো ফাইল ডাউনলোড করবেন সেগুলোর লিংক এখানে দিন। একটা কথা, এখানেও আপনি মাল্টি মিররিং ব্যবহার করতে পারবেন। এবার ফাইলটা সেভ করুন। এবার ডেস্কটপে আসুন। এখানে আরেকটা টেক্সট ফাইল খুলুন Downloading নামে। এবার এই ফাইলটায় নিচের লেখাগুলো কপিপেস্ট করুন।

#!/bin/sh cd ~/Download sh link

এবার ফাইলটা সেভ করুন। এখন ফাইলটার প্রোপার্টিজে যান এবং পারমিশন থেকে ফাইলটা এক্সিকিউটেবল করে দিন। এবার ডাবল ক্লিক করে ফাইলটা টার্মিনালে ওপেন করুন। দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে।

হ্যাপি ডাউনলোডিং।




What's on your mind?


22 Comments

সাজ্জাদ হোসেন commented over 12 years ago

ভাইয়া, আমি জানালাতে ইন্সটল করতে চাইছিলাম উপরের পদ্ধতিতে, পারি নাই। I downloaded and pasted it in C:Windows directory || file name:aria2-1.15.0-i686-w64-mingw32-build1 || আমি উবুন্টুতে এটা ব্যবহার করি। একটু জানাবেন। প্লিজ।

বাবর commented over 12 years ago

aria2c.exe এর সাথে যতগুলো ফাইল পাবেন সেগুলো একসাথে সিলেক্ট করে কপি করে পেস্ট করুন C:windows এর মধ্যে।

সাজ্জাদ হোসেন commented over 12 years ago

কাজ হইছে :D ||

tanvir commented over 12 years ago

উপরের পদ্ধতিরে চেষ্টা করে আমি আউটপুট এই পেয়েছি... sh: Can't open DownLoadFile

বাবর commented over 12 years ago

অদ্ভুত! আচ্ছা আপনার ফাইলটা যে ডিরেক্টরীতে, টার্মিনালও তো সেই ডিরেক্টরীতেই ওপেন করা নাকি?

tanvir commented over 12 years ago

মাল্টিপল ফাইল ডাউনলোড করার পদ্ধতিটা ঠিক মত হজম হল না। সব কিছুই ঠিক-ঠাক করলাম বলেই মনে হল, কিন্তু কাজ হচ্ছে না। link ফাইলটা কি আমার পছন্দমত যেকোন স্থানে তৈরী করতে পারবো? আর যে ফাইলগুলো ডাউনলোড করতে চাই তার লিঙ্কগুলো কিভাবে বের করবো ?Downloading ফাইল টাএক্সিকিউটেবল কি owner, group, others এই ৩টা সেকশনেই এক্সিকিউট করবো? আমার কোথাও কোন ভুল হচ্ছে কিন্তু ঠিক বুঝতে পারছিনা। তাও একটা উধাহরণ দেইঃ আমি http://www.music.com.bd/download/browse/S/Souls/Tarar%20Uthone/ পেইজ থেকে কিছু গান নামানোর চেষ্টা করেছিলাম। link ফাইলে আমি নিচের ওয়েতে সেইভ করেছিলামঃ

aria2c -c http://www.music.com.bd/download/browse/S/Souls/Tarar%20Uthone/Souls - Hey Bandhobi (music.com.bd).mp3

aria2c -c http://www.music.com.bd/download/browse/S/Souls/Tarar%20Uthone/Souls - Jotokhani Shomoy (music.com.bd).mp3

aria2c -c http://www.music.com.bd/download/browse/S/Souls/Tarar%20Uthone/Souls - Nishachor (music.com.bd).mp3

aria2c -c http://www.music.com.bd/download/browse/S/Souls/Tarar%20Uthone/Souls - Rim Jhim Jhim (music.com.bd).mp3

aria2c -c http://www.music.com.bd/download/browse/S/Souls/Tarar%20Uthone/Souls - Rodela Dupure (music.com.bd).mp3

aria2c -c http://www.music.com.bd/download/browse/S/Souls/Tarar%20Uthone/Souls - Shajano Prithibi (music.com.bd).mp3

কিন্তু কাজ হলনা... ভুলটা যদি ধরে আমাকে বুঝিয়ে দিতেন খুবই উপকৃত হতাম

বাবর commented over 12 years ago

ফাইল যে কোন জায়গায় তৈরী করতে পারবেন। এক্সিকিউটেবল না করলেও চলবে। এইভাবে কমান্ড চালানঃ sh DownLoadFile এরপরও যদি কোন সমস্যা হয়, তাহলে কি আউটপুট দেয় তা pastebin.com এ পেস্ট করলে লিংকটা দিয়েন।

hasan commented almost 14 years ago

দেখি আমিও একটু ট্রাই করি

Sufi commented almost 14 years ago

:whistle: :yes: :yahoo: :rose: :rose: :good: :good: :bye:

শাহেদ commented about 14 years ago

ইনস্টল হল কি না বুঝব কিভাবে??? ফ্লাশগট ত দেখায় না, কন্ট্রল প্যনেলও পাওয়া যায় না

বাবর commented about 14 years ago

Flashgot ফায়ারফক্সের টুলস মেনুতে পাবেন। আর এরিয়া2 এর কোন কন্ট্রোল প্যানেল নেই। এটা কমান্ডলাইন সফট। তবে আমাদের সারিম ভাই এটার একটা গ্রাফিকাল ইন্টারফেস বানাচ্ছেন। এখন আলফা লেভেলে আছে। আশা করা যায় কিছুদিনের মাঝে আমরা এটার স্টেবল ভার্সন পাব। B-)

তৌফিক হাসান commented almost 14 years ago

দারুন কাজ! তবে গ্রাফিকাল ইন্টারফেস পেলে বেশ সুবিধা হত,

sajib commented about 14 years ago

bhai commend a partesi nah ..graphic inter face takle kub upokar hoito..........

বাবর commented about 14 years ago

এটার একটা গ্রাফিকাল ইন্টারফেস আছে, কিন্তু তেমন কাজের না। আমারদের সারিম ভাই অবশ্য একটা বানাচ্ছেন। আর যদি লিনাক্স ইউজার হন তহলে আরেকটার ব্যবস্থা করা যাবে। আর কমান্ড না পারার তো কোন কারণ দেখি না। শুধু কপি পেস্ট করুন। :good:

রিপন মজুমদার commented about 14 years ago

বাবর ভাই, কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু উইন্ডোজে (জেনুইন) ইনষ্টলই করতে পারলাম না।

বাবর commented about 14 years ago

রিপন ভাই, এটা ডাবল ক্লিক করে ইন্সটল করা যাবেনা। ইন্সটল করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করুন। উইন্ডোজের জন্য, ডাউনলোড করা পর এক্সট্রাট করে aria2c.exe এর সাথে যতগুলো ফাইল পাবেন সেগুলো একসাথে সিলেক্ট করে কপি করে পেস্ট করুন C:windows এর মধ্যে।

তারপর Start menu > Programs > Accessories > Command Prompt ওপেন করুন। এবার উপরের ম্যানুয়াল ব্যবহার করুন।

md naeem commented about 14 years ago

download hoytesena sodo bole poblem

বাবর commented about 14 years ago

কি ভাবে ডাউনলোড দিয়েছিলেন? আর কি আউটপুট দেয়? এই দুটো জিনিস এখানে কপি পেস্ট করুন। দেখি কি করা যায়।