উবুন্টু ফন্ট ব্যবহার করুন এবার লুসিডে
আপনারা হয়তো অনেকেই জানেন যে, উবুন্টু তার সর্বশেষ রিলিজ ম্যাভেরিক মীর্ক্যাটে একেবারেই নতুন একটা জিনিস যোগ করেছে। হ্যা ঠিকই ধরেছেন। আমি উবুন্টু ফন্টের কথাই বলছি। অসাধারণ সুন্দর একটি ফন্ট।
দেখেছেন ফন্টটা? এবার আপনারাই বলুন এটা কেমন।
তো আপনি যদি লুসিড ছেড়ে নড়তে না চান তবুও চাইলেই এখন এই ফন্টটা চেখে দেখতে পারেন।
ব্যবহার করতে চাইলে নিচের লিংক থেকে ফন্ট প্যাকেজটা ডাউনলোড করে নিন।
কিভাবে ইন্সটল করবেনঃ
প্রথমে জিপ ফাইলটাকে আনজিপ করুন। একটা ফোল্ডার পাবেন ubuntu-font-family নামে।
এবার টার্মিনাল খুলে নিচের কমান্ডটি দিনঃ
sudo nautilus /usr/share/fonts/truetype
পাসওয়ার্ড দিন। যে উইন্ডো ওপেন হবে সেখানে ubuntu-font-family ফোল্ডারটি কপি পেস্ট করুন। এবং নটিলাস ক্লোজ করুন।
এবার এই কমান্ডটি দিনঃ
sudo fc-cache -f -v
ইন্সটলেশন কমপ্লিট।
এবার কনফিগারেশনের পালা।
System > Preferences >Appearance মেনুতে Fonts ট্যাবে যান। এবং নিচের ছবিটার মত সাজিয়ে নিন।
কেমন দেখা যাচ্ছে? ;-)
যাই হোক, এতক্ষণ তো লিনাক্স ইউজারদের জন্য বললাম।
এবার উইন্ডোজ ইউজাররা লক্ষ্য করুন। আপনারাও চাইলে এই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন।
এজন্য শুধু প্যাকেজটা আনজিপ করে ফোল্ডারের ভিতরে থাকা ফন্টগুলো উইন্ডোজের ফন্ট ফোল্ডারে কপি করুন। এরপর সিস্টেম কনফিগারেশন করে নিন।
আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। বিশেষ করে উইন্ডোজ ইউজারদের। কারণ এটি লিনাক্সে কিরকম দেখা যায় তা আমি জানি। কিন্তু উইন্ডজে কিরকম দেখা যাবে তা এখনো পরখ করা হয় নি।
ডাউনলোড লিংকঃ