Skip to main content

একটি ছবি পোস্টঃ আমার ডাউনলোডারের স্পীড :D

1 min read

অনেকদিন ধরেই শুনছি সবার প্রিয় ডাউনলোড ম্যানেজার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) নাকি একেবারে সিরাম স্পীড তুলতে পারে!

কিন্তু আমার সৌভাগ্য বলব নাকি দুর্ভাগ্য বলব বলব বুঝতে পারতেছি না সেটা হলো এত ভালো জিনিসটা আমার উবুন্টুতে নেই! তো এখন আর কি করা! আমাদের মত আজাইরা পোলাপানের কম স্পীড নিয়াই সন্তুষ্ট থাকতে হবে!

তো কিছুটা মন খারাপ করেই ছিলাম।

কিন্তু আমার উবুন্টুতে যে অল্টারনেটিভের অভাব নেই তা আরেকবার প্রমাণ হয়ে গেল।

সেদিন জুলিয়াজিকে ডাউনলোড করার সময় আমার ডাউনলোডার থেকে কয়েকটা স্ক্রীণশট নিয়েছিলাম। দেখুন তো কি অবস্থা।

(বড় করে দেখতে ছবির উপরে ক্লিকান)

ব্যবহার করি বাংলালায়ন ওয়াইম্যাক্স এর ২৫৬ kbps এর আনলিমিটেড প্যাকেজটা।

এবার আপনারাই বলুন, কি মনে হল উপরের কোন ছবি দেখে? IDM এর কি সত্যিই কোন বিকল্প নেই!?