Ylmf.OS আরেকটি উবুন্টু বেজড এক্সপি সদৃশ অপারেটিং সিস্টেম
লুক ছাড়াও এর কিছু অনন্য বৈশিষ্ট একে লুসিড থেকে আলাদা করেছে। যেমন উবুন্টু বেজড হওয়ায় এতে উবুন্টুর সকল সফট পাওয়া যাবে উবুন্টুর রিপো থেকেই। এছাড়াও এর নিজস্ব রিপো তো আছেই। এতে সকলপ্রকার কোডেক দেয়া থাকে। ইন্সটল করার পর থেকেই গান ভিডিও সব চালানো যায়।