এই প্রজেক্টটি এখন একটি ডেড প্রজেক্ট, তাই পোস্টটিও ডেড।

শুভ বিকাল।

আশা করি ভাল আছেন সবাই।

আজ আমি আপনাদের এমন একটি অপারেটিং সিস্টেমের সাথে পারিচয় করিয়ে দেব যা দেখতে একবারেই উইন্ডোজ এক্সপির মত। তৈরী করা হয়েছে আরেক জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রো উবুন্টু এর উপর ভিত্তি করে।

এর নাম Ylmf OS

Ylmf Logo

কিছুদিন আগে এর 3.0 ভার্সন রিলিজ হয়েছে। যা সম্পুর্ণরুপে লুসিড লিংক্সের উপর ভিত্তি করে তৈরী হয়েছে। এটি জিনোম ডেস্কটপে তৈরী।

লুক ছাড়াও এর কিছু অনন্য বৈশিষ্ট একে লুসিড থেকে আলাদা করেছে।

যেমন উবুন্টু বেজড হওয়ায় এতে উবুন্টুর সকল সফট পাওয়া যাবে উবুন্টুর রিপো থেকেই। এছাড়াও এর নিজস্ব রিপো তো আছেই।

এতে সকলপ্রকার কোডেক দেয়া থাকে। ইন্সটল করার পর থেকেই গান ভিডিও সব চালানো যায়।

গ্রাফিক্সের জন্য কম্পিজ সেটিংস ম্যানেজারটাও ডিফল্টভাবে দেয়া থাকে।

আর সবচেয়ে আকর্ষনীয় যেটা একজন এক্স উইন্ডোজ ব্যবহারীর কাছে, সেই ওয়াইনটাও এতে ডিফল্ট দেয়া থাকে। এবং উবুন্টু এর চেয়ে এটায় দেয়া ওয়াইন একটু বেশী ফাস্ট রান করে। আমি পেনড্রাইভ থেকে রান করেছিলাম তাতেই দৌড়াচ্ছিল।

প্রোগ্রামারদের জন্য সবচেযে প্রয়োজনীয় টুল জিসিসি এর ৪.৪.৩ ভার্সন দেয়া আছে।

ডিফল্টভাবে দেয়া কিছু সফটের লিস্ট দিলাম।

সিস্টেম টুলসঃ

মাল্টিমিডিয়াঃ

ইন্টারনেটঃ

অফিস

ডেভেলপারদের কেও তারা হতাশ করেনি। তাদের জন্য আছেঃ

আরও অনেকগুলোই আছে। কিন্তু লিস্ট বড় হয়ে যাচ্ছে বলে দিতে পারলাম না।

এবার তাহলে দেখুন কিছু স্ক্রীণশটঃ

এক্সপির লুকে তৈরী হলও চাইলে আপনি একে পুরোপুরি উইন্ডোজ সেভেনের লুকও দিতে পারবেন। (শেষের স্ক্রীণসটটি দেখুন)

যারা এতক্ষণ ধরে ভাবছেন যে, এত হাইফাই গ্রাফিক্স তাহলে হার্ডওয়্যারও নিশ্চই লাগবে সেইরকম হাইফাই। তাদেরকে আমি বলব আপনার বাসায় কি সেই দাদার আমলের কোন পিসি আছে? সেই পিসি হলেও চলবে। এত কথা না বলে আসুন দেখে নাই এর সিস্টেম রিকোয়ারমেন্টটা।

মিনিমাম রিকোয়্যারমেন্টঃ

এটা হলো মিনিমাম। এটা হলেই আপনি আপনার সিস্টেম রান করতে পারবেন।

স্মুথলি চালানোর জন্য আরেকটু কোয়ালিটি হার্ডওয়্যারের প্রয়োজন। তবে ভাববেন না সেটা অনেক বেশি। রিকমেন্ডেড রিকোয়্যারমেন্ট হলোঃ

যারা উইন্ডোজে পুরোপুরি অভ্যস্ত, কিন্তু চাচ্ছেন মুক্তির আহ্বানে সাড়া দিতে, তাদের জন্য এটি একটি আদর্শ ওএস। কনভার্ট হওয়ার পরও সেই একই এনভায়র্নমেন্ট পাবেন।। কনভার্ট হওয়ার পরও সেই একই এনভায়র্নমেন্ট পাবেন।

নতুন লিনাক্স ব্যবহারকারীদের, যারা কেবল শুরু করেছেন বা শুরু করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য আমি এটাই রিকমেন্ড করব।

এখন আপনি নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন, অনেক কথাই বললে হে বাছা। কিন্তু এটা পাবো কোথা থেকে?

আরে এটা কোন ব্যাপারই না। এখনই নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

Ylmf Download

MD5: 919794E3D9B035A5A895C3E1D1818F95

SHA1: 6E672A667155E442A612F69CCBA1BF6C44752D8D

( ডাউনলোড করার পর উপরের যেকোন একটা ব্যবহার করে অবশ্যই ভেরিফাই করে নেবেন।)

তো দেরী কেন?

চলে আসুন আজই। আপনাকে স্বাগত জানাই এই মুক্ত দুনিয়ায়।

হ্যাপি লিনাক্সিং।

তথ্যসূত্রঃ Ylmf.OS এর ওয়েবসাইট। ছবিগুলো গুগলে সার্চ করে পাওয়া।




What's on your mind?


10 Comments

Rubel commented about 13 years ago

ভাই, খুব ভালো হোয়েসে।

ফিরোজ আলম commented almost 14 years ago

ভাই অনেক ভাল লিখছেন।আপনার সাইট দেখটে অণেক ভালো লাগছে সুন্দর ভাবে সাজাইছেন।চিনতে পারছেন আমাকে?

বাবর commented almost 14 years ago

হুম, চিনতে পেরেছি। ভাল আছেন?

জামান commented almost 14 years ago

গতকাল ডাউনলোড করে ইন্সটল করলাম। এখন আপডেট করতেছি। কাল রাত থেকে জিপির স্পীড নাই। তাই এখনো আপডেট শেষ হয়নি। যাইহোক আমার ভালই লাগলো।

রাশেদুল কবির commented about 14 years ago

নতুন ওএস সম্পর্কে জানতে পেরে ভালো লাগল। তবে আমার মতে লিনাক্স দেখতে উইন্ডোজের চাইতে যত আলাদা হয় ততই ভালো। পোস্ট ভাল লাগল।

বাবর commented about 14 years ago

আমিও আপনার সাথে একমত। কিন্তু নতুনদের জন্য এগুলো মাঝে মাঝে দরকার হয়।

আদনান commented about 14 years ago

হুমমম.... ভালোই খারাপ না...

আশিকুর_নূর commented almost 14 years ago

জটিল জিনিস।