ভিপিএস এখন পরিচিত শব্দ। সাইটের জন্য বা অনেকে প্র্যাকটিসের জন্যও ভিপিএস নেয়। কিন্তু সবার তো আর সেটা নেয়ার সুযোগ বা সামর্থ্য থাকে না। তাদের জন্যই আমার আজকের পোস্ট।
পিএইচপি সহ এঞ্জিনেক্স ইন্সটলে কিছুটা ঝামেলা হয়। তবে আজকে আমি দেখাব কিভাবে কোনপ্রকার কম্পাইল ছাড়া উবুন্টুতে PHP 5.3 এবং MySQL সহ Nginx ওয়েব সার্ভার ইন্সটল করা যায়।
লুক ছাড়াও এর কিছু অনন্য বৈশিষ্ট একে লুসিড থেকে আলাদা করেছে।
যেমন উবুন্টু বেজড হওয়ায় এতে উবুন্টুর সকল সফট পাওয়া যাবে উবুন্টুর রিপো থেকেই। এছাড়াও এর নিজস্ব রিপো তো আছেই।
এতে সকলপ্রকার কোডেক দেয়া থাকে। ইন্সটল করার পর থেকেই গান ভিডিও সব চালানো যায়।