Skip to main content

জিমেইল থেকে যেভাবে মোবাইল এবং গুগল ক্লাউড প্রিন্ট দিয়ে প্রিন্ট করবেন

4 min read

আপনি কখনো এমন অবস্থায় পড়েছেন যে, আপনার কোন কিছু প্রিন্ট করা প্রয়োজন কিন্তু প্রিন্ট করার কোন উপায় খুজে পাচ্ছে না? প্রিন্ট করা কখনো কখনো খুবই ঝামেলার মনে হতে পারে। বিশেষ  করে যখন আপনার প্রিন্টার নষ্ট বা কাগজ / কালির সমস্যা বা অন্য কোন সমস্যা। অথবা কোন সময় মনে করুন আপনি সময়ের সাথে দৌড়ুচ্ছেন, সকালে অফিসে যাবেন কিন্তু দেরি এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, এমন সময় দেখলেন জরুরী একটা ডকুমেন্ট প্রিন্ট করা দরকার। তখন কেমন হয় যদি আপনি আপনার অফিসে যাওয়ার রাস্তায় আপনার ফোনকে বললেন ডকুমেন্টটা প্রিন্ট করার কথা! B-)

গুগল ক্লাউড প্রিন্ট

গুগল ঠিক এই সুবিধাটা দিচ্ছে Gmail for Mobile এবং Google Cloud Print এর মাধ্যমে। এটা দিয়ে আপনি যে কোন ডিভাইস, যে কোন ওএস অথবা যে কোন ব্রাউজার দিয়েই প্রিন্ট করতে পারবেন এমনকি কোন ড্রাইভার ইন্সটল করা ছাড়াই এবং এটা অবশ্য লাইফ সেভার। এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে এই জিনিসটা সেটআপ করবেন এবং সহজে ব্যবহার যোগ্য এই সার্ভিসটার সুবিধা উপভোগ করতে পারবেন।

Google Cloud Print কি জিনিস?


প্রশ্ন আসতে পারে কি এই ক্লাউড প্রিন্ট। সাধারণ প্রিন্ট প্রসেস থেকে কি এর পার্থক্য। গুগলের পক্ষ থেকে গুগল ক্লাউড প্রিন্টকে সজ্ঞায়িত করা হয়েছে এভাবেঃ
Google Cloud Print makes printing more intuitive, accessible and useful, by letting you print to your printers from Google Cloud Print-enabled apps on any computer or smart phone.

আর নিজেদের লক্ষ্য সম্পর্কে বলেছেঃ
to build a printing experience that enables any app (web, desktop, or mobile) on any device to print to any printer anywhere in the world.

সংক্ষেপে এই হচ্ছে গুগল ক্লাউড প্রিন্ট। গুগল ক্লাউড প্রিন্ট সম্পর্কে আরও জানতে এই পোস্টের শেষে সংযুক্ত লিংকগুলো দেখতে পারেন।

Google Print Enabled Apps

এখানে enabled apps দিয়ে গুগল মূলত তাদের নিজস্ব ব্রাউজার গুগল ক্রোমকেই বুঝিয়েছে। আপনার প্রিন্টারকে গুগল ক্লাউড প্রিন্টের সাথে সংযুক্ত করতে আপনার দরকার হবে গুগল ক্রোমের সর্বশেষ ভার্সন ইন্টাল করা একটা কম্পিউটার যেটার সাথে আপনার প্রিন্টারটা সংযুক্ত আছে। যদি এমন হয় যে আপনি গুগল ক্রোমের কোন একটা ভার্সন ব্যবহার করতেছেন, এবং নিশ্চিত নন যে এটাই সঠিক ভার্সন কিনা এবং এটা কাজ করবে কিনা, তবুও চিন্তার কোন কারণ নেই। পরবর্তী ধাপগুলোর সাথে এগিয়ে যান। যদি কোন সমস্যা দেখা দেয় তাহলেই বুঝতে পারবেন আপনার ব্রাউজার আপডেট করা প্রয়োজন।

‌যেভাবে এই প্রিন্টিং সার্ভিসটি ব্যবহার শুরু করবেন


এই সার্ভিসটা ব্যবহার শুরু করার জন্য আপনার প্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনার প্রিন্টারটাকে গুগল ক্লাউড প্রিন্ট এর সাথে সংযুক্ত করতে হবে। পরবর্তী ধাপগুলো পূরণের জন্য আপনার দরকার হবে একটা উইন্ডোজ পিসি ( XP, Vista, or 7 ) বা ম্যাক ( OSX 10.5 বা তার উপরে )। আপাতত এটার লিনাক্স সাপোর্ট নেই, তবে খুব দ্রুতই লিনাক্স সাপোর্ট আসছে।

Enabling connector

লোকাল প্রিন্টার গুলোকে গুগল ক্লাউড প্রিন্টের সাথে সংযুক্ত করতে প্রথমে আপনার গুগল ক্রোমের কানেক্টর কে সক্রিয় করতে হবে। এজন্য আপনার ক্রোম ব্রাউজার ওপেন করুন তারপর উপরে ডান কোনা থেকে Spanner icon এ ক্লিক করে Option এ যান।

Sign in to Google Cloud Print

তারপর Under The Hood ট্যাবে যান। স্ক্রোল করে নিচের দিকে যান। দেখুন নিচের দিকে লেখা আছে Google Cloud Print, এখানে এসে থামুন। এরপর এর নিচে লেখা Sign in to Google Cloud Print বাটনে ক্লিক করুন। নতুন একটা ডায়লগ বক্স ওপেন হবে যেখানে আপনাকে আপনার গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করতে বলবে। আপনি সাইন করার সাথে সাথে গুগল ক্লাউড প্রিন্ট সক্রিয় হয়ে যাবে।

Sign in Success

সফলতার সাথে সাইন ইন করার পর আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দেখানো হবে। এখন আপনি যদি চান তো একটা টেস্ট পেজ প্রিন্ট করে দেখতে পারেন। অথবা কন্টিনিউ করার জন্য Ok বাটন চাপুন।

Confirming Cloud Print

এখন Under the hood ট্যাবে নতুন দুটো বাটন দেখা দেবে Disable Google Cloud Print এবং Manage Print Settings নামে।

সেটআপ শেষ হইছে। এখন আপনি আপনার সেলফোন থেকেও প্রিন্ট করতে পারবেন। এজন্য আইফোন অথবা এন্ড্রয়েড ব্রাউজার থেকে জিমেইল ভিজিট করুন। যে ইমেইলটা প্রিন্ট করতে চান সেটা বাছাই করুন, এরপর উপরের ডান কোণার ড্রপডাউন মেনু থেকে Print এ যান। আপনি চাইলে মেইলের সাথে এটাচমেন্ট হিসেবে থাকা PDF বা DOC ফাইলগুলোও প্রিন্ট করতে পারবেন।

শেষকথা


গুগলের একটা সাপোর্ট সেন্টার আছে যেটা খুবই তথ্য সমৃদ্ধ। এখানে আপনি বেসিক ইনফো থেকে শুরু করে এডভান্সড যে কোন ধরণের সাহায্য পাবেন।

আমার মনে হয় এই জিনিসটা খুবই কার্যকরী হতে পারে রিমোট প্রিন্টিংয়ের ক্ষেত্রে, যখন আপনি সময়ের সাথে দৌড়ুবেন। আপনি যদি বাড়িতে বা অফিসে প্রিন্টার সেটআপ করে রাখেন তবে হয়তো রাস্তা থেকে ফোনে প্রিন্ট করতে বললেন। বাসায় এসে দেখলেন ডকুমেন্টটা আপনার জন্য রেডি হয়ে রয়েছে।

গুগল ক্লাউড প্রিন্ট সম্পর্কে আপনার কি মনে হয়? আশা করি আপনার মতামত অভিব্যক্তি আমাদের সবার সাথে শেয়ার করবেন।

 

সংযুক্ত লিংকসমূহঃ

১. গুগল ক্লাউড প্রিন্ট সাপোর্ট সেন্টার
২. গুগল ক্লাউড প্রিন্ট API ডকুমেন্টেশন
৩. গুগল ক্লাউড প্রিন্ট সুবিধাযুক্ত সর্বশেষ ভার্সনের গুগল ক্রোম