আমরা যারা শেয়ার্ড আইপি ব্যবহার করি, তাদের জন্য রেপিডশেয়ার থেকে ডাউনলোড করাটা যে কি ভোগান্তির ব্যাপার তা সবারই জানা। আমি আর সেদিকে যাচ্ছি না।
অনেকেই অনেক ট্রিকস ব্যবহার করেন। যেমন আইপি চেঞ্জ বা অন্যান্য। তবে আমার মনে হয় না যে এতে খুব একটা লাভ হয়। কারণ এতে রিজিউম সাপোর্ট করে না। আর বড় ফাইল হলে তো কথাই নেই।
তবে আমার সবচেয়ে কার্যকর মনে হয়েছে রেপিডলীচার স্ক্রীপ্টটি ব্যবহার করা। এতে প্রথমে ফাইলের লিংক দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলে তা সার্ভারে ট্রান্সলোড হবে। যাতে সময় লাগবে খুবই কম কারণ ট্রান্সলোড হবে সার্ভারের স্পীডে। যা কিনা কমপক্ষে ১০ মেগাবিট পার সেকেন্ড। তারপর আপনাকে আরেকটি লিঙ্ক দেয়া হবে। সেটি ব্যবহার করে আপনার ফাইলটি আপনার কম্পিউটারে ফাইলটি ডাউনলোড করতে পারবেন।
তো আজকে আমি আপনাদের সাথে এরকমই কয়েকটা সাইটের লিংক শেয়ার করব।
বাংলাদেশী সাইটগুলোর মধ্যে আছেঃ
- পাংখা
- Linksnappy
What's on your mind?
2 Comments