মার্কেট করতে যাবেন? একটু খেয়াল করুন।
•
1 min read
এসব সত্যি কিনা কে জানে। পেলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। সত্যি হলে আসলেই ভয়াবহ অবস্থা। সত্যি হোক বা না হোক নিজেদের সাবধান হতে তো আর কেউ না করছে না। প্লীজ একটু সাবধান হোন। নিজের এখন নিজেরই রক্ষা করতে হবে।
এটা দেখার পর আমার শুধু একটা কথা মনে হয়েছে, এদেরকে কবে খুন করতে পারবো।
পারলে আপনিও একটু ইমেজটা শেয়ার করুন।
বাংলাদেশে হয় কি না জানিনা, তবে এর আগে পত্রিকায় একটা নিউজ বেরিয়েছিল এরকম কাহিনী নিয়েই। তাই আবারও বলছি একটু সাবধান হোন।
ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।