পারফেক্ট ডেস্কটপঃ লিনাক্স মিন্ট (জুলিয়া) – পর্ব ২
আমার আগের পোস্টে লিখেছিলাম কিভাবে একটা উইন্ডোজ মেশিনকে সম্পূর্ণরুপে প্রতিস্থাপনযোগ্য একটা লিনাক্স মেশিন প্রস্তুত করা যায়। পোস্ট বেশি লম্বা হয়ে যাওয়ায় ওখানে শেষ করতে পারিনি। এই কাজে কোন এপসগুলো দরকার হবে আগের পোস্টে তার একটা লিস্ট দিয়েছিলাম।